এক্সপ্লোর
Ranji Trophy Final: ক্যাচ নষ্ট, ৮ নো বলের পাশাপাশি বঙ্গ শিবিরের যন্ত্রণা বাড়ল অর্পিতদের ব্যাটের শাসন
Eden Gardens: রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোণঠাসা বাংলা।
Bengal Ranji Team
1/11

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ঢোকার মুখে ফুল-সজ্জা। ১৯৮৯-৯০ মরসুমে বাংলার শেষ রঞ্জি জয়ী দলের গ্রুপ ছবি। রঙিন আলো। যুযুধান দুই অধিনায়ক মনোজ তিওয়ারি ও জয়দেব উনাদকটের কাট আউট। সঙ্গে দুই শিবিরের ক্রিকেটারদের অবয়ব-সহ হোর্ডিং।
2/11

উজ্জ্বল পরিসর পেরিয়ে মাঠের পাশে গেলেই অবশ্য বাংলার ক্রিকেটের জন্য শুধু হতাশার ছবি। যেখানে সারাদিনে সৌরাষ্ট্রের মাত্র তিনটি উইকেট ফেলবে বাংলা (Bengal vs Saurashtra)। হজম করবে ১৪৩ রানের লিড। ফেলে দেবে প্রতিপক্ষ ব্যাটারের সহজ ক্য়াচ। সারাদিনে করবে আটটি নো বল।
Published at : 17 Feb 2023 08:21 PM (IST)
আরও দেখুন






















