এক্সপ্লোর
Ashwin Record: একদিনে টপকে গেলেন হেরাথ-কপিলের রেকর্ড, অশ্বিনের সামনে এবার স্টেইন

R_Ashwin_(4)
1/10

শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অসাধারণ নজির গড়লেন অভিজ্ঞ অফস্পিনার আর অশ্বিন (Ravichandran Ashwin)।
2/10

আজ চরিত আসালাঙ্কাকে (Charith Asalanka) আউট করে টেস্টে ৪৩৫ উইকেট নিলেন অশ্বিন।
3/10

টেস্টে কপিল দেবের উইকেট সংখ্যা ৪৩৪। তাঁর সেই রেকর্ড টপকে গেলেন অশ্বিন। এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন।
4/10

টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন।
5/10

আজ মোহালি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পথুম নিশাঙ্কার উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করেন অশ্বিন। এরপর দিনের তৃতীয় সেশনে আসালাঙ্কাকে আউট করে কপিলকে টপকে যান এই অফস্পিনার।
6/10

এই টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন। এই টেস্টের পর তাঁর উইকেট সংখ্যা হল ৪৩৬।
7/10

চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন।
8/10

চলতি টেস্টে রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ ও কপিলকে টপকে টেস্টের ইতিহাসে নবম উইকেটশিকারী হয়ে গেলেন অশ্বিন।
9/10

এখনও যাঁরা টেস্ট ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। এক্ষেত্রে তাঁর আগে আছেন ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
10/10

টেস্টে এখনও পর্যন্ত ৫৩৭ উইকেট নিয়েছেন ব্রড, অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৬৪০। অশ্বিনের একেবারে সামনে এখন ডেল স্টেইন। যাঁর ঝুলিতে রয়েছে ৪৩৯ উইকেট। আর ৪ উইকেট পেলেই যে রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন।
Published at : 06 Mar 2022 11:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ফ্যাক্ট চেক
জেলার
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
