এক্সপ্লোর
Rohan Bopanna Birthday: চুয়াল্লিশেও চালশে নয়! জন্মদিনে বোপান্নার কীর্তিতে এক নজর
Bopanna Records: আপাতত প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বোপন্না। প্যারিসে কে হবেন তাঁর সঙ্গী?
বোপন্নার জন্মদিনে কেরিয়ারে এক ঝলক। - পিটিআই
1/10

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট মাঠের কিংবদন্তি বারবার বলেন, বয়স নেহাত একটা সংখ্যা। সৌরভের মুখের বিখ্যাত উক্তি, 'ফর্ম ইজ় টেম্পোরারি। ক্লাস ইজ় পার্মানেন্ট।'
2/10

কে বলে চল্লিশে চালশে? রোহন বোপন্না অন্তত সব তত্ত্বকে উড়িয়ে চলেছেন টেনিস কোর্টের বাইরে।
3/10

সোমবার, ৪ মার্চ জন্মদিন ভারতীয় টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকার। চুয়াল্লিশ বছর সম্পূর্ণ করলেন বোপন্না।
4/10

গত বছর ইন্ডিয়ান ওয়েলশে এটিপি ১০০০ মাস্টার্সে ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন বোপন্না।
5/10

সবচেয়ে বেশি বয়সে কোনও এটিপি মাস্টার্স জেতার নজির গড়েন ভারতীয় টেনিস তারকা।
6/10

আরও একটি নজির গড়েছেন বোপন্না। ৪৩ বছর পেরিয়ে ডাবলসে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়েছেন তিনি।
7/10

টেনিসের ইতিহাসে তিনিই প্রবীণতম খেলোয়াড় হিসাবে ডাবলসে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন। ৪৩ বছর ৩৩১ দিনের মাথায় এই নজির গড়েন বোপন্না।
8/10

২০২৪ সালে অস্ট্রেলীয় ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হন বোপন্না। সেটাই তাঁর জেতা প্রথম পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জয়। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে নিয়ে চ্যাম্পিয়ন হন বোপন্না।
9/10

২০১৭ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপন্না।
10/10

আপাতত প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বোপন্না। প্যারিসে কে হবেন তাঁর সঙ্গী? এখনও জল্পনা রয়েছে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম তিনশোর মধ্যে রয়েছেন, এরকম কাউকেই বেছে নেওয়ার সুযোগ থাকবে বোপন্নার। ছবি - পিটিআই
Published at : 04 Mar 2024 10:27 AM (IST)
View More
Advertisement
Advertisement
























