এক্সপ্লোর
ভবিষ্যতের ধোনি এই ক্রিকেটার? কার কথা বলছেন রায়না?
1/5

অধিনায়ক হিসেবে রোহিত বেশ সাফল্য পেয়েছেন। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স রেকর্ড চারবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। এই হিসেবে আইপিএলে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। ২০১৮-তে এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে সাফল্যের স্বাদ পেয়েছেন তিনি।
2/5

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি, ভারতের মহিলা ক্রিকেটার জেমিমা রডরিগস ও পোডকাস্টার লিয়াম ফ্লিন্ট আয়োজিত সুপার ওভার পোডকাস্টে রায়না বলেছেন, রোহিত ভারতীয় দলের পরবর্তী ধোনি হতে পারে রোহিত। ওকে আমি দেখেছি। ও শান্ত, কথা শুনতে পছন্দ করে, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার করতে পারে। আর সবার ওপরে ও সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দেয় ও ড্রেসিংরুমের পরিবেশকে মর্যাদা দেয়, তখন কাজটা অনেকটাই সারা হয়ে যায়।
Published at :
আরও দেখুন






















