এক্সপ্লোর
IND vs SL: শ্রীলঙ্কা সিরিজের পরই পন্থকে নিয়ে বড় বয়ান রোহিতের

পন্থকে নিয়ে বয়ান রোহিতের
1/10

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২ ম্যাচেই একপেশে লড়াইয়ে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
2/10

এই সিরিজের পরই দলের উইকেট কিপার ঋষভ পন্থকে নিয়ে বড় বয়ান দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
3/10

টেস্টে মারমুখি ব্যাটিংয়ের জন্য অনেক সময়ই দ্রুত আউট হয়ে যান পন্থ। তবে রোহিত শর্মা জানিয়েছেন যে পন্থের এই ব্যাটিং স্টাইলে তাঁরা সবাই সহমত। পন্থকে নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে দিতে চায় টিম ম্যানেজমেন্ট।
4/10

তবে পন্থকে যে পিচ ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে বলা হয়েছে, তাও জানিয়ে দিলেন রোহিত শর্মা।
5/10

২ ম্যাচের টেস্ট সিরিজে পন্থই ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই ভারতীয় দলের টেস্টেও উইকেট কিপার হিসেবে অটোমেটিক চয়েস।
6/10

রোহিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ''আমরা জানি পন্থের ব্য়াটিং সম্পর্কে। তবে আমরা ওঁকে পুরো স্বাধীনতা দিতে চাই। ওঁর স্বাভাবিক খেলাটাই খেলুক ওঁ, এটাই চাই।''
7/10

নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ''আমার নিজস্ব স্টাইল রয়েছে। তাছাড়া দলে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছেন, যাঁদের মতামতও ভীষণভাবে কাজে আসে খেলার সময়।''
8/10

রোহিত আরও বলেন, ''অধিনায়কত্বের ক্ষেত্রে আমার দর্শন সেই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমি নিজেই মাঠের পরিস্থিতি মূল্যায়ন করি।''
9/10

পন্থকে নিয়ে হিটম্য়ান আরও জানিয়েছেন, ''পন্থ এমন একজন ব্য়াটার যে ম্যাচের রং কয়েক মিনিটের মধ্যে বদলে দিতে পারে। এছাড়াও উইকেট কিপার হিসেবেও নিজেকে ক্রমেই উন্নত করে তুলছে ওঁ।''
10/10

সিরিজে রোহিতের ডেপুটি জশপ্রীত বুমরার প্রশংসা শোনা গিয়েছে রোহিতের মুখে। তিনি জানিয়েছেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাই তাঁর লক্ষ্য।
Published at : 16 Mar 2022 07:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
