এক্সপ্লোর
Sportspersons Divorced: চাহাল থেকে সাইনা, চলতি বছরেই বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন যে পাঁচ ক্রীড়াবিদ
Saina Nehwal And Parupali Kashyap: ২০১৮ সালে চার হাত এক হয়েছিল সাইনা ও কাশ্যপের। উভয়েই হায়দ্রাবাদে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন। ব্যাডমিন্টন কোর্ট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত।
ছবি এবিপি
1/10

২০২০ সালের আগস্টে কোভিডের সময় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ও পেশায় চিকিৎসক ধনশ্রী বর্মা। কিন্তু তাঁরাও বিচ্ছেদের পথে হেঁটেছেন।
2/10

গত বছর থেকেই তাঁদের মধ্য়ে সমস্যা তৈরি হয়। প্রায় মাসখানেক আলাদা থাকার পর চলতি বছরের শুরুতে দু জনে ডিভোর্স ফাইল করেন ও আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
3/10

মেরি কম রয়েছেন এই তালিকায়। তাঁর বৈবাহিক জীবনে দীর্ঘদিনের ছিল। স্বামী ওনলারের থেকে আলাদা হয়েছেন কিংবদন্তি বক্সার।
4/10

ছয়বরের বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিক্স পদকজয়ী মেরি চলতি বছরই নিজের সোশ্য়াল মিডিয়া দাম্পত্য জীবনে ইতি টানার খবর জানিয়েছেন নিজেই।
5/10

২০১৮ সালে চার হাত এক হয়েছিল সাইনা ও কাশ্যপের। উভয়েই হায়দ্রাবাদে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন। ব্যাডমিন্টন কোর্ট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। সম্প্রতি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
6/10

সাইনা নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখেছেন, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "জীবন কখনো কখনো আমাদের ভিন্ন দিকে নিয়ে যায়। অনেক চিন্তাভাবনা ও বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর, কাশ্যপ পারুপল্লি ও আমি আমাদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের নিজেদের জন্য শান্তি, উন্নতি ও সুস্থতা বেছে নিচ্ছি। স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ এবং আগামীর জন্য শুভকামনা জানাই। এই সময়ে আমাদের ব্যক্তিগত দিকটা বোঝার ও সম্মানের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।"
7/10

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ ও তাঁর স্ত্রী আরতির বিবাহবিচ্ছেদের জল্পনাও চলছে এই বছরে। প্রায় ২০ বছরের দাম্পত্য জীবন তাঁদের।
8/10

সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় ওপেনার ও তাঁর স্ত্রী এখন একসঙ্গে থাকেন না। এমনকী সোশ্যাল মিডিয়াতেও নাকি দুজন দুজনকে আনফলো করে দিয়েছেন। যদিও দুজনের তরফে এখনও কিছু জানানো হয়নি।
9/10

এই তালিকায় একমাত্র বিদেশি জাপানের তারকা টেনিস প্লেয়ার নাওমি ওসাকা। তিনিও তাঁর পার্টনারের সঙ্গে আলাদা হয়েছেন চলতি বছরেই।
10/10

গত ৬ জানুয়ারি আচমকাই নিজের সোশ্যাল মিডিয়ায় আমেরিকার গায়ক কোরাডের সঙ্গে সম্পর্কে ছেদ করার কথা ঘোষণা করেছেন। তাঁদের এক সন্তানও রয়েছে।
Published at : 16 Jul 2025 10:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















