এক্সপ্লোর
Sportspersons Divorced: চাহাল থেকে সাইনা, চলতি বছরেই বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন যে পাঁচ ক্রীড়াবিদ
Saina Nehwal And Parupali Kashyap: ২০১৮ সালে চার হাত এক হয়েছিল সাইনা ও কাশ্যপের। উভয়েই হায়দ্রাবাদে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন। ব্যাডমিন্টন কোর্ট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত।
ছবি এবিপি
1/10

২০২০ সালের আগস্টে কোভিডের সময় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ও পেশায় চিকিৎসক ধনশ্রী বর্মা। কিন্তু তাঁরাও বিচ্ছেদের পথে হেঁটেছেন।
2/10

গত বছর থেকেই তাঁদের মধ্য়ে সমস্যা তৈরি হয়। প্রায় মাসখানেক আলাদা থাকার পর চলতি বছরের শুরুতে দু জনে ডিভোর্স ফাইল করেন ও আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
Published at : 16 Jul 2025 10:07 AM (IST)
আরও দেখুন






















