এক্সপ্লোর
T20 WC 2022: গত বছর বিশ্বকাপে সুযোগ পেলেও, এ বছরের ভারতীয় স্কোয়াড নেই এই তারকারা
Indian Cricket Team: চোট সমস্যা থেকে খারাপ ফর্ম, নানাবিধ কারণে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে সুযোগ পেলেও, এ বারের আসন্ন বিশ্বকাপ দলে সুযোগ পাননি এই তারকারা।

গত বছরের বিশ্বকাপে ভারতীয় দলে থাকা এই তারকারা নেই এবারের বিশ্বকাপে।
1/10

গত মরসুমে আইপিএলে কেকেআরের হয়ে ভাল পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। তবে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি তিনি।
2/10

সেই বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলে সুযোগও পাননি বরুণ। স্বাভাবিকভাবেই তিনি আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে নেই।
3/10

ঈশান কিষাণ গত বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। আসন্ন সময়েও কয়েকটি সিরিজে তাঁকে খেলতে দেখা গিয়েছে জাতীয় দলের হয়ে।
4/10

তবে কিষাণের বদলে ভারতীয় দল কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে বিশ্বকাপ দলে সুযোগ দিয়েছে।
5/10

গত বছর স্কোয়াডে থাকা আরেক স্পিনার রাহুল চাহারও এ বছরে ভারতীয় দলে সুযোগ পাননি।
6/10

চাহারের বদলে যুজবেন্দ্র চাহালকেই একমাত্র লেগ স্পিনার হিসাবে সুযোগ দেওয়া হয়েছে। এমনকী দলের স্ট্যান্ড বাইতেও নেই রাহুল চাহার।
7/10

শার্দুল ঠাকুরকেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি।
8/10

হার্দিক পাণ্ড্যই একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন। শার্দুল হালে ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে কোনও সিরিজেও সুযোগ পাননি।
9/10

মহম্মদ শামি গত বছর ভারতের প্রধান স্কোয়াডের সদস্য ছিলেন বটে। তবে এবার তাঁকে প্রধান স্কোয়াডে রাখা হয়নি। বরং, স্ট্যান্ড বাইতে রয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার।
10/10

রবীন্দ্র জাডেজাও এই বিশ্বকাপে সুযোগ পাননি। অবশ্য তাঁর সুযোগ না পাওয়ার কারণ হল চোট। চোট না থাকলে জাডেদডা হয়তো ভারতীয় দলে সুযোগ পেতেন।
Published at : 13 Sep 2022 09:25 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
