এক্সপ্লোর
Team India Record: টানা ১৫ ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে অনন্য রেকর্ড গড়ল ভারত
Shubman Gill: শুভমন গিলের সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে।

Team India
1/10

শুভমন গিলের (Shubman Gill) সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা (Sikandar Raza)। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে (Ind vs Zim)।
2/10

কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন।
3/10

ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত।
4/10

জিম্বাবোয়েকে তাদের ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
5/10

জিম্বাবোয়ের হয়ে লড়াই করলেন একমাত্র সিকন্দর রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই জিম্বাবোয়ের জয়ের আশা শেষ হয়ে যায়।
6/10

এ নিয়ে জিম্বাবোয়েকে টানা ১৫ ওয়ান ডে ম্যআচে হারাল ভারত। যা একটি রেকর্ড।
7/10

এর আগে কোনও দলকে টানা ১৫ ওয়ান ডে ম্যাচে হারাতে পারেনি ভারতীয় দল।
8/10

ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন শুভমন গিল।
9/10

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত জিতে নেওয়ায় সিরিজ এমনিতেই পকেটে। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল।
10/10

সেই ম্যাচ ১৩ রানে জিতে নিয়ে জিম্বাবোয়েকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। ছবি - বিসিসিআই ও জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড
Published at : 22 Aug 2022 10:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
