এক্সপ্লোর
Fastest Goal Scorers: কোনও ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কোন তারকা?
Cristiano Ronaldo: একমাত্র খেলোয়াড় হিসাবে রোনাল্ডোই দ্রুততম ১০০ গোল করা প্রথম পাঁচ তারকাদের তালিকায় একাধিকবার রয়েছেন।

ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করা তারকারা (ছবি: রোনাল্ডোর ফেসবুক)
1/10

বিগত দুই দশক তো বটেই, ফুটবলের সর্বকালীন ইতিহাসেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুড়ি মেলা ভার। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এমন কোনও ট্রফি নেই যা জেতেননি।
2/10

রোনাল্ডোই দ্রুততম খেলোয়াড় হিসাবে কোনও ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোল করেন। পর্তুগিজ তারকা রিয়ালের হয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করেছিলেন।
3/10

রোনাল্ডো, মেসির জমানায় লুইস সুয়ারেজের ইউরোপিয়ান ফুটবলের গোল্ডেন বুট জেতার কৃতিত্ব রয়েছে।
4/10

তিনি বার্সেলোনার হয়ে ১২০ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
5/10

সুয়ারেজের থেকে খুব একটা পিছিয়ে নেই জ্লটান ইব্রাহিমোভিচ। তালিকায় তৃতীয় তিনি।
6/10

প্যারসি সঁ জরমেঁর হয়ে ১২৪ ম্যাচে ১০০ গোল করে ফেলেছিলেন সুইডিশ তারকা।
7/10

একমাত্র খেলোয়াড় হিসাবে রোনাল্ডোই দ্রুততম ১০০ গোল করা প্রথম পাঁচ তারকাদের তালিকায় একাধিকবার রয়েছেন।
8/10

জুভেন্তাসের হয়ে ১৩১ ম্যাচে ১০০ গোল করার রেকর্ড সর্বকালীন তালিকায় চতুর্থ দ্রুততম।
9/10

এই শতকের শুরুর দিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্যের অন্যতম বড় কারণ ছিল রুড ভ্যান নিস্তেলরুই।
10/10

রেড ডেভিলসের হয়ে প্রাক্তন ডাচ তারকাও ১৩১ ম্যাচে ১০০টি গোল করার কৃতিত্ব অর্জন করেন।
Published at : 27 Jan 2023 12:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
