এক্সপ্লোর
World Cup 2023: আসন্ন বিশ্বকাপে ব্যাটারদের সামনে ত্রাস হয়ে উঠতে পারেন এই ১০ বোলার
ODI World Cup 2023: ভারতের মাটিতে বিশ্বকাপের আসর। স্বভাবতই স্পিনাররা বেশি সুবিধে পাবেন এখানকার ঘূর্ণি পিচে। কিন্তু পেসাররাও তাক লাগাতে পারেন।

বিশ্বকাপে নজর কাড়তে পারেন সিরাজ, শাহিম (ছবি: এএনআই)
1/10

কেরিয়ারের শেষ বিশ্বকাপ ট্রেন্ট বোল্টের জন্য। এখনও পর্যন্ত এই বছর ওয়ান ডে-তে এই কিউয়ি পেসার ৫ ম্যাচ খেলে ১০ উইকেট তুলে নিয়েছেন বোল্ট।
2/10

অস্ট্রেলিয়ার অধিনায়ক। পেস বিভাগকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজ ভাল যায়নি। তবে অভিজ্ঞ কামিন্স যে কোনও মুহূর্তে গেমচেঞ্জার।
3/10

চোট সারিয়ে ফেরার পর থেকেই বুমরা দুর্দান্ত ফর্মে রয়েছেন। এশিয়া কাপেও ছন্দে দেখা গিয়েছে। বুমরার গতি ও নিঁখুত ইয়র্কার চিন্তার কারণ হতে পারে প্রতিপক্ষের জন্য।
4/10

গতির জন্য বিখ্যাত হ্যারিস রউফ। এই বছর ১৩ ম্যাচে ২৪ উইকেট তুলে নিয়েছেন এখনও পর্যন্ত। রউফের পেসের সামনে সমস্যায় পড়বেন ব্যাটাররা।
5/10

পাকিস্তান বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। তিনি
6/10

মহম্মদ সিরাজ রয়েছেন এই তালিকায়। ভারতের এই তরুণ পেসার ১৪ ম্য়াচে ৩০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।
7/10

গত দুটো বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি। গতকাল ওয়ার্ম আপ ম্যাচে হ্যাটট্রিক করেছেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মিচেল স্টার্ক কিন্তু এখনই মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের কাছে।
8/10

ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উডের উপস্থিতি ইংল্য়ান্ডের বোলিং আক্রমণকে আরও ধারাল করবে। আর্চারের অভাব মিটিয়ে দেওয়ার লক্ষ্যে থাকবেন উড।
9/10

মহম্মদ শামি রয়েছেন তালিকায়। ভারতের পেস আক্রমণে তিনি সম্পদ। গত বিশ্বকাপে হ্যাটট্রিকও করেছিলেন।
10/10

এশিয়া কাপ ফাইনাল শ্রীলঙ্কা লজ্জার হার হারলেও বল হাতে নজর কেড়েছেন মাথিসা পাথিরানা। মালিঙ্গার মত নিঁখুত ইয়র্কার দিতে পারেন। বিশ্বকাপে লঙ্কা বাহিনীর তুরুপের তাস হয়ে উঠতে পারেন।
Published at : 01 Oct 2023 07:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
