এক্সপ্লোর
Mushfiqur Rahim: অভিনব হ্যান্ডবল আউট মুশফিকুর, তবে তিনিই প্রথম নন, তালিকায় আর কে কে রয়েছেন?
Test Record: বাংলাদেশের বিরুদ্ধে ২০০১ সালে টেস্টে দ্বিশতরান করার পর প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার হার্ট হন মারভান আট্টাপাত্তু।
মুশফিকুর রহিম (ফাইল ছবি)
1/10

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। যা নিয়ে মীরপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হইচই পড়ে গিয়েছে।
2/10

বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে আউট হন মুশফিকুর। কাইল জেমিসনের একটি বলে রক্ষণাত্মক শট খেলার পর সেটি ডানহাত দিয়ে সরিয়ে দেন মুশফিকুর। নিউজ়িল্যান্ড তৎক্ষনাৎ আউটের আবেদন করে। তৃতীয় আম্পায়ার আহসান রাজা তাঁকে আউটই দেন।
Published at : 07 Dec 2023 10:44 AM (IST)
আরও দেখুন






















