এক্সপ্লোর
Indian Cricketer: স্কুলের গণ্ডিও পেরননি তাঁরা, ২২ গজে গোটা বিশ্বজুড়ে কুড়িয়েছেন খ্যাতি
Indian Cricketer School Dropout: নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেননি হার্দিক পাণ্ড্য। এই মুহূর্তে চোটের জন্য বাইরে থাকলেও ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার।

তালিকায় হার্দিক ও সচিন রয়েছেন
1/9

২০১১ ওয়ান ডে বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ছিলেন যুবরাজ সিংহ। ডিএভি স্কুলে পড়েছিলেন। কিন্তু এরপর আর এগোতে পারেননি এই প্রাক্তন অলরাউন্ডার।
2/9

বিরাট কোহলি অবশ্যই রয়েছেন তালিকায়। নয়াদিল্লিতে একটি স্কুলে ক্লাস টুয়েলভ পাস করতে না করতেই ক্রিকেটে মনোনিবেশ করতে হয় তাঁকে। বিশ্বের সেরা ব্যাটারদের একজন কিং কোহলি।
3/9

কিংবদন্তি সচিন তেন্ডুলকর স্কুলের গণ্ডি পেরতে পারেননি। ১২ ক্লাসে পড়ার সময়ই ক্রিকেটের জন্য় পড়াশুনোয় ইতি টানতে হয় তাঁকে।
4/9

শিখর ধবনও এই তালিকায় রয়েছেন। তিনিও ক্লাস টুয়েলভ পাশ করতে না করতেই ক্রিকেটের জন্য পড়শুনোয় ইতি টানেন।
5/9

হায়দরাবাদের নমপল্লীর স্কুল থেকে বারো ক্লাস পর্যন্ত পড়েছেন মহম্মদ সিরাজ। তিনিও খেলার টানে পড়াশুনোয় ইতি টেনেছিলেন।
6/9

ভারত অধিনায়ক রােহিত শর্মা রয়েছেন তালিকায়। বারো ক্লাসের পর রিজভি কলেজে সুযোগ পেলেও ক্রিকেটে মনোনিবেশ করতেই পড়া ছেড়েছিলেন হিটম্য়ান।
7/9

এই তালিকায় রয়েছেন রবীন্দ্র জাডেজাও। সারদাগ্রাম স্কুলে পড়াশুনো সেরেছেন তারকা অলরাউন্ডার। এরপর ক্রিকেটেই মন দেন তিনি।
8/9

নবম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেননি হার্দিক পাণ্ড্য। এই মুহূর্তে চোটের জন্য বাইরে থাকলেও ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার। আসন্ন আইপিএলে মুম্বই শিবিরের অধিনায়কত্বও করবেন।
9/9

মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুল থেকে দশম শ্রেণিতে পাশ করার পর আর পড়াশুনো চালিয়ে যেতে পারেননি শুভমন গিল। মাত্র ১৭ বছর বয়সেই অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি।
Published at : 28 Feb 2024 06:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
অটো
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
