এক্সপ্লোর
Virat Kohli: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন? অস্ট্রেলিয়ার মাটিতে কতটা সফল বিরাট?
T20 World Cup 2022: বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম একেবারেই ভাল নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের মঞ্চে নিজেকে মেলে ধরার শেষ সুযোগ পাবেন তিনি।
![T20 World Cup 2022: বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম একেবারেই ভাল নয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের মঞ্চে নিজেকে মেলে ধরার শেষ সুযোগ পাবেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/2a2538c9ca0e313f1411d22a2164db161659237556_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিরাট কোহলি (ফাইল ছবি)
1/9
![আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩০৮ রান করেছেন। গড় পঞ্চাশের ওপর। ঈর্ষণীয় পারফরম্যান্স সত্ত্বেও বিরাটের জাতীয় দলে সুযোগ পাওয়া কিছুটা অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/520e7fbd6049c82017d3a14e57a4ff02ff620.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩০৮ রান করেছেন। গড় পঞ্চাশের ওপর। ঈর্ষণীয় পারফরম্যান্স সত্ত্বেও বিরাটের জাতীয় দলে সুযোগ পাওয়া কিছুটা অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।
2/9
![অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি ম্যাচে এখনও পর্যন্ত ৭১৮ রান করেছেন। গড় ৫৯.৮৯।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/2be1247d36a8083935c2a2b2cc8ba829285b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি ম্যাচে এখনও পর্যন্ত ৭১৮ রান করেছেন। গড় ৫৯.৮৯।
3/9
![অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত ১১টি ম্য়াচ খেলেছেন বিরাট। ঝুলিতে রয়েছে ৪৫১ রান। গড় ৬৪.৪২। ফলে বলা যেতেই পারে অস্ট্রেলিয়ার মাটিতে সফল প্রাক্তন ভারত অধিনায়ক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/200a2a1bb722fdfeda090b38ae17d2f29121a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত ১১টি ম্য়াচ খেলেছেন বিরাট। ঝুলিতে রয়েছে ৪৫১ রান। গড় ৬৪.৪২। ফলে বলা যেতেই পারে অস্ট্রেলিয়ার মাটিতে সফল প্রাক্তন ভারত অধিনায়ক।
4/9
![বিরাট অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ ম্যাচে ১৫৭০ রান করেছেন। গড় ৪৭.৫৭ করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/a11e1bbc8b805d4cb6d732dc9a00ccfe1942c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিরাট অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫০ ম্যাচে ১৫৭০ রান করেছেন। গড় ৪৭.৫৭ করেছেন।
5/9
![অধিনায়কত্ব ছাড়া বিরাট টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচ খেলে ১৭৩৮ রান করেছেন। গড় ৫২.৬৬।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/87beece0e3764fc3e075fea7b7fee0ef00107.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অধিনায়কত্ব ছাড়া বিরাট টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচ খেলে ১৭৩৮ রান করেছেন। গড় ৫২.৬৬।
6/9
![বিদেশের মাটিতে এখনও পর্যন্ত ৩৮টি ম্যাচ খেলেছেন বিরাট। ১২০৫ রান করেছেন ৪৩.০৩ গড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/96ba6a9dc947b3438faa7b9865de777dea63b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিদেশের মাটিতে এখনও পর্যন্ত ৩৮টি ম্যাচ খেলেছেন বিরাট। ১২০৫ রান করেছেন ৪৩.০৩ গড়ে।
7/9
![অর্থাৎ বিরাটের ব্যাটিং রেকর্ড কিন্তু বলছে যে তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার কোনও সমস্য়া হওয়ার কথা নয়। কিন্তু গত আড়াই বছরে কোহলির ব্য়াট কথা বলেনি। কোনও উল্লেখযোগ্য ইনিংসও নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/f1f6c270bb706416b50199f91aacf68b92f37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অর্থাৎ বিরাটের ব্যাটিং রেকর্ড কিন্তু বলছে যে তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার কোনও সমস্য়া হওয়ার কথা নয়। কিন্তু গত আড়াই বছরে কোহলির ব্য়াট কথা বলেনি। কোনও উল্লেখযোগ্য ইনিংসও নেই।
8/9
![ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে রয়েছেন এই ডানহাতি ব্যাটার। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ২ ফর্ম্য়াটেই দলের বাইরে রয়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/c5ce6164b9404808ce788f04a08a095a686c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে রয়েছেন এই ডানহাতি ব্যাটার। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ২ ফর্ম্য়াটেই দলের বাইরে রয়েছেন তিনি।
9/9
![জিম্বাবোয়ের বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছে, সেই ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডেও নাম নেই বিরাটের। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকেও। ধবনের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। সেক্ষেত্রে এশিয়া কাপে হয়ত ফের বিরাটকে মাঠে দেখা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/d3e1d95af233760701198e8a7e3355b3cafba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জিম্বাবোয়ের বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছে, সেই ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডেও নাম নেই বিরাটের। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকেও। ধবনের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। সেক্ষেত্রে এশিয়া কাপে হয়ত ফের বিরাটকে মাঠে দেখা যাবে।
Published at : 31 Jul 2022 08:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)