এক্সপ্লোর
Novak Djokovic: রজার ফেডেরারকে টেক্কা, নজির গড়েই উইম্বলডনের ফাইনালে জকোভিচ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/12eb25ac7136379f8ffcff4e6e162d8f1657351362_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উইম্বলডনের ফাইনালে জকোভিচ (ছবি উইম্বলডন)
1/10
![উইম্বলডনের নিজের ২৭ তম ম্যাচ জয় পেলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের ফাইনালে উঠে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। (সব ছবি সৌজন্যে উইম্বলডন)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/799bad5a3b514f096e69bbc4a7896cd9aca71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উইম্বলডনের নিজের ২৭ তম ম্যাচ জয় পেলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের ফাইনালে উঠে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। (সব ছবি সৌজন্যে উইম্বলডন)
2/10
![ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কির্গিয়সের মুখোমুখি হবেন জকোভিচ। চলতি বছর করোনা বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন জকোভিচ। সেখানে তাঁকে খেলতে দেওয়া হয়নি। এই সময় কির্গিয়স পাশে দাঁড়িয়েছিলেন জোকারের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/fe5df232cafa4c4e0f1a0294418e56608a97c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কির্গিয়সের মুখোমুখি হবেন জকোভিচ। চলতি বছর করোনা বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন জকোভিচ। সেখানে তাঁকে খেলতে দেওয়া হয়নি। এই সময় কির্গিয়স পাশে দাঁড়িয়েছিলেন জোকারের।
3/10
![এই নিয়ে ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ। টপকে গেলেন রজার ফেডরারকে। তিনি ৩১টি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/d0096ec6c83575373e3a21d129ff8fefe4e4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই নিয়ে ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে গেলেন জকোভিচ। টপকে গেলেন রজার ফেডরারকে। তিনি ৩১টি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন।
4/10
![উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটেনের ক্যাম নরিকে হারিয়ে দিলেন জকোভিচ। চার সেটের লড়াইয়ে জয় পান জোকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/032b2cc936860b03048302d991c3498f70749.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটেনের ক্যাম নরিকে হারিয়ে দিলেন জকোভিচ। চার সেটের লড়াইয়ে জয় পান জোকার।
5/10
![প্রথম সেটে যদিও ব্রিটেনের প্রতিদ্বন্দ্বী নরি জিতে যান জেকারের বিরুদ্ধে। ৬-২ সেটে জিতে যান নরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/30e62fddc14c05988b44e7c02788e187511e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম সেটে যদিও ব্রিটেনের প্রতিদ্বন্দ্বী নরি জিতে যান জেকারের বিরুদ্ধে। ৬-২ সেটে জিতে যান নরি।
6/10
![পরের তিন সেট টানা জিতে যান জকোভিচ। শেষ পর্যন্ত ম্য়াচ জিতে যান সার্বিয়ান তারকা। খেলার ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/18e2999891374a475d0687ca9f989d83a3841.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরের তিন সেট টানা জিতে যান জকোভিচ। শেষ পর্যন্ত ম্য়াচ জিতে যান সার্বিয়ান তারকা। খেলার ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪।
7/10
![জকোভিচের অভিজ্ঞতা নিঁখুত ড্রপ শট ও শক্তিশালী ব্যাকহ্যান্ডের সামনে নাজেহাল হয়ে যান নরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/365fffaf08bbd073c5ef4d560b138d80b7a97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জকোভিচের অভিজ্ঞতা নিঁখুত ড্রপ শট ও শক্তিশালী ব্যাকহ্যান্ডের সামনে নাজেহাল হয়ে যান নরি।
8/10
![এই নিয়ে উইম্বলডনে নিজের ১১তম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন জকোভিচ। আর গতকাল ম্যাচ জেতার পর অষ্টমবার ফাইনালে উঠলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/156005c5baf40ff51a327f1c34f2975bef31c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই নিয়ে উইম্বলডনে নিজের ১১তম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন জকোভিচ। আর গতকাল ম্যাচ জেতার পর অষ্টমবার ফাইনালে উঠলেন তিনি।
9/10
![এবারের উইম্বলডনে নবম বাছাই ছিলেন ব্রিটেনের ক্যাম নরি। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেমিতেই দৌড় শেষ হল তাঁর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/8cda81fc7ad906927144235dda5fdf15bcb09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবারের উইম্বলডনে নবম বাছাই ছিলেন ব্রিটেনের ক্যাম নরি। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেমিতেই দৌড় শেষ হল তাঁর।
10/10
![আগের বার মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার জিতলে টানা চারবার উইম্বলডন খেতাব জিতবেন জোকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/156005c5baf40ff51a327f1c34f2975b9e9c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগের বার মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার জিতলে টানা চারবার উইম্বলডন খেতাব জিতবেন জোকার।
Published at : 09 Jul 2022 01:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)