এক্সপ্লোর
WTC Final: দীর্ঘ দশ বছর ICC ট্রফিহীন ভারত, শেষ হবে কি অপেক্ষা?
Ind vs Aus: ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। টিম ইন্ডিয়ার শেষ ICC ট্রফি।

Virat Kohli Rohit Sharma Shubman Gill
1/14

প্রায় ১০ বছর কেটে গিয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভারত।
2/14

সেই শেষ। তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত।
3/14

সেই খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)?
4/14

ছবিটা পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে।
5/14

কারণ, ওভালে ৭-১১ জুন আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে নামছে ভারত।
6/14

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রতিপক্ষ? অস্ট্রেলিয়া (Ind vs Aus)।
7/14

বারবার আইসিসি (ICC Trophy) ইভেন্ট থেকে খালি হাতে ফেরা কি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে?
8/14

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়।
9/14

তিনি বলেছেন, 'একেবারেই না। আইসিসি ট্রফি জেতার কোনও চাপ আমরা অনুভব করছি না। অবশ্যই ট্রফি জিততে পারলে ভালই লাগবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারাটা সব সময়ই আনন্দের।'
10/14

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসাবে বেছে নিচ্ছেন।
11/14

বলা হচ্ছে, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে এগিয়ে থাকবেন প্যাট কামিন্সরাই।
12/14

দ্রাবিড় আরও বলছেন, 'যাই হোক না কেন, আগামী ৫ দিন সেটা পরিষ্কার হয়ে যাবে। তার আগে কী বলা হল বা পরে কী হল সেটা কোনও ব্যাপার নয়। কে ফেভারিট, কে নয়... মোদ্দা কথা হল দুটো ভাল দল খেলছে।'
13/14

তিনি আরও বলেছেন, 'দুই দলেরই ভাল কিছু ক্রিকেটার রয়েছে। আমি আশাবাদী যে, যদি আমরা ভাল খেলি, যদি ২০ উইকেট তুলতে পারি ও রান করি, আমি আত্মবিশ্বাসী আমরাই জিতব। হয়তো আগে থেকে বেশি আলোচনায় না থাকাটাই ভাল।'
14/14

আপাতত ফাইনালের আগে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারতীয় দল। ছবি - বিসিসিআই
Published at : 05 Jun 2023 11:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
