এক্সপ্লোর
জানেন? কোটি কোটি টাকা ঋণে ডুবে সানি দেওল
1/8

অ্যাকশন থেকে রোমান্টিক- এমন চরিত্র নেই যা সানি দেওল করেননি। আর এখন তিনি পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ। তবুও কোট কোটি টাকা ঋণের দায়ে ডুবে ধর্মেন্দ্র পুত্র। তাঁর পরিবার যে বাড়িতে থাকে তার দাম মাত্র আড়াই কোটি টাকা। আমার আপনার পক্ষে অনেক। কিন্তু বলিউডের পক্ষে একেবারে যৎসামান্য।
2/8

লোকসভা ভোটের সময় সানি নিজের সম্পত্তির হিসেব দিয়েছিলেন। তাতে জানান, তাঁর ও তাঁর স্ত্রীর ওপর প্রায় ৫৩ কোটি টাকার ঋণ রয়েছে। ১ কোটি টাকার কাছাকাছি জিএসটিও বাকি রয়ে গিয়েছে তাঁর।
Published at :
Tags :
Sunny Deolআরও দেখুন






















