এক্সপ্লোর
প্রথম সিনেমার পর আর সাফল্য পাননি, এখন এই কাজ করছেন সলমন খানের এই নায়িকা
1/4

ফিল্মি কেরিয়ারে সাফল্য অধরা থাকার পর চাঁদনি ১৯৯৪-তে বিয়ে করেন। তাঁর স্বামীর নাম সতীশ শর্মা। চাঁদনির আসল নাম নবোদিতা শর্মা। বলিউডে আসার পর নাম বদল করে চাঁদনি করা হয়। এখন তিনি বিদেশে থাকেন। অরল্যান্ডো-তে ডান্স অকাডেমি চালান। সেখানে স্বামী ও দুই মেয়ের সঙ্গে থাকেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে তিনি বেশ কিছু ডান্স শো-ও করেছেন।
2/4

প্রথম সিনেমা হিট হওয়ার পর চাঁদনি জনপ্রিয়তা পান। কিন্তু এরপর তাঁর আর কোনও সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। প্রচুর পরিশ্রম করেও সফল অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা তৈরি করতে পারেননি তিনি। এরপর সিনে জগত থেকে দূরে চলে যান তিনি। প্রায় ছয় বছর বলিউডে কাজ করেছেন চাঁদনি। অভিনয় করেছেন ১০ টি সিনেমাতে।
Published at :
আরও দেখুন






















