এক্সপ্লোর
ড্রাগ নিতেন সুশান্ত? সঙ্গে বলিউডের কোন খ্যাতনামা! রিয়ার বয়ানে উঠে আসা কে এই KJ?

1/13

এনিয়ে দীপেশ এবং সৌভিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এসিবি সূত্রে দাবি। তবে ড্রাগ-মামলায় গ্রেফতার করা হলেও, রিয়া চক্রবর্তীর থেকে ড্রাগ উদ্ধার হয়েছে বলে জানায়নি এনসিবি। রিয়াকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে দায়ের হলফনামাতেও এনসিবি বলেনি, যে রিয়া নিজে মাদক নিতেন। তাদের অভিযোগ, রিয়া ড্রাগ জোগাড় করতেন এবং ড্রাগ সংক্রান্ত আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রিয়ার জামিনের আর্জি খারিজ করেছে আদালত। ফলে আপাতত তাঁকে থাকতে হবে জেলেই।
2/13

সেই ড্রাগ সে পৌঁছে দেয় সৌভিক চক্রবর্তীর কাছে।
3/13

এনসিবি সূত্রে দাবি, লকডাউনের মধ্যে এপ্রিল মাসে, সুশান্তের ফ্ল্যাট থেকে রিয়ার ফ্ল্যাটে ড্রাগ নিয়ে আসে এক ক্যুরিয়ার বয়। জিজ্ঞাসাবাদের মুখে সেই ক্যুরিয়র বয় জানায়, সুশান্তের ফ্ল্যাট থেকে তাকে ৫০০ গ্রাম ড্রাগ দেয় পরিচারক দীপেশ সাওয়ান্ত।
4/13

এই মামলার সঙ্গে যোগ রয়েছে, এমন এক মহিলার নামও তিনি উল্লেখ করেছেন।
5/13

এনসিবি সূত্রে দাবি, বয়ানে রিয়া চক্রবর্তী আরও জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাতা সুশান্তকে ফিল্মি পার্টিতে নিয়ে যেতেন।
6/13

এর আগে কেপ্রি হাউসের ফ্ল্যাটেও সুশান্ত ড্রাগ নিতেন বলে জানিয়েছেন রিয়া।
7/13

সুশান্তের লোনাভালার ফার্মহাউসেও মাঝেমধ্যেই দেখা যেত এই সেলিব্রিটিদের।
8/13

এনসিবি সূত্রে দাবি, রিয়া চক্রবর্তী তাঁর কুড়ি পৃষ্ঠার বয়ানে জানিয়েছেন, বলিউডের অনেক সেলিব্রিটিই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ড্রাগ নিতেন।
9/13

এনসিবি এখন এই KJ-র খোঁজে তল্লাশি চালাচ্ছে।
10/13

যে সুশান্তের ফার্ম হাউসে ড্রাগ পৌঁছে দিত।
11/13

KJ বলে একজনের নামও করেছেন রিয়া।
12/13

এদের মধ্যে কেউ ড্রাগ মজুত করেন, কেউ ড্রাগ নেন।
13/13

রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে ১৫জন বি-গ্রেড বলিউড সেলিব্রিটির নাম বেরিয়ে এসেছে।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
