এক্সপ্লোর
সিনেমা হলে 'দিল বেচারা', '১ মিনিট চুপচাপ দাঁড়িয়ে আসুন সুশান্তকে স্মরণ করি'...শো শুরুর আগে আবেগপ্রবণ দর্শক
1/6

সেখানে সুশান্তের ছবিটি দেখতে ভিড় জমান বহু দর্শকই। তাঁদের সকলকে অনুরোধ করা হয়, সুশান্তের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার জন্য।
2/6

করোনা পরিস্থিতিতে বন্ধ সব সিনেমা হল। তাই ভারতে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পায় সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবিটি।
3/6

২৪ জুলাই। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। মুক্তির পরেই গড়ে নজির।
4/6

কিন্তু সারা বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দারুণভাবে করোনা সংক্রমণ রুখে দিয়েছে নিউজিল্যান্ড। তাই সম্প্রতি অকল্যান্ডের হোয়োটস সিনেমাতে দিল বেচারার প্রিমিয়ার হয়। তার আয়োজক নিউ জিল্যান্ডের জনপ্রিয় হিন্দি রেডিয়ো চ্যানেল তারানা।
5/6

পরিচালক মুকেশ ছাবড়ার এটি প্রথম ছবি, আর সুশান্তের শেষ।
6/6

ছবিটি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন দর্শকরা।
Published at :
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















