এক্সপ্লোর
Chandrayaan-3 Update: ইসরোর চন্দ্রাভিযানে করোনা কোপ, পিছিয়ে গেল চাঁদে ইতিহাস তৈরির কাজ

চন্দ্রযান-৩-এর গঠন অনেকটাই চন্দ্রযান-২-এর মতো হবে
1/9

চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ সফল হলেও শেষ ভাল হয়নি। বলা ভাল সফল হয়নি। চলতি বছরই চন্দ্রযান-৩ অভিযান হওয়ার কথা ছিল কিন্তু সেখানেও করোনা কোপ।
2/9

অতিমারির জন্য পিছিয়ে গেল চাঁদে যাওয়ার দিন। এবারে সফলভাবে ল্যান্ড করতে পারলে ইতিহাস তৈরি করবে ভারত।
3/9

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন ২০২২ সালেই চাঁদে ফের পাড়ি দেবে ভারত।
4/9

মন্ত্রী জানিয়েছেন, "চন্দ্রায়ণ -৩-এ কাজ করার জন্য সিস্টেমের কার্যকারিতা কনফিগারেশন চূড়ান্তকরণ, সাবসিস্টেম রিয়েলাইজেশন, ইন্টিগ্রেশন, মহাকাশযান স্তরের বিশদ পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন বিশেষ পরীক্ষাসহ বিভিন্ন প্রক্রিয়া চলছে।"
5/9

চন্দ্রযানের এই অভিযানের কথা মাথায় রেখে লকডাউনের সময়ও কাজ বন্ধ করেনি ইসরো। কাজ এগিয়েছে অনেকটাই।
6/9

চন্দ্রযান-২-এর অরবিটার এখনও প্রদক্ষিণ করছে চাঁদকে। তাই আলাদা করে অর্বিটার পাঠানো হবে না এবার। নতুন চন্দ্রযানে কেবল ল্যান্ডার, রোভার থাকবে।
7/9

ইসরোর চেয়ারম্যান কে শিবন সম্প্রতি জানিয়েছিলেন, চন্দ্রযান-৩-এর গঠন অনেকটাই চন্দ্রযান-২-এর মতো হবে।
8/9

২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ল্যান্ডার বিক্রম ভেঙে পড়ে চাঁদের মাটিতে।
9/9

এই ব্যর্থতা মুছেই নতুন করে চন্দ্রজয়ের স্বপ্ন দেখছে ভারত।
Published at : 28 Jul 2021 06:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
