এক্সপ্লোর
iQoo Neo 7 5G: ভারতে হাজির আইকিউওও কোম্পানির নতুন ফোন, ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে!
iQoo Smartphones: আইকিউও নিও ৭ এসই ফোন গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল চিনে। এরই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন।
আইকিউওও নিও ৭ ৫জি, ছবি সূত্র- ট্যুইটার
1/10

ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোনের দাম এবং ফিচারগুলো দেখে নেওয়া যাক একঝলকে।
2/10

আইকিউওও সংস্থার নিও সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
Published at : 16 Feb 2023 06:15 PM (IST)
আরও দেখুন






















