এক্সপ্লোর
Coal Formation: এক একটি আস্তরণেই লেগে যায় কয়েক হাজার বছর, সম্পদ থেকে আজ বিভীষিকা কয়লা
Coal History: মুখ চাপা দিয়ে পড়ে থাকে পৃথিবীর বুকে। বর্তমানে বিশ্বে শক্তিসম্পদ হিসেবে গন্য হয়। কয়লার উৎপত্তি জেনে নিন। হাজার হাজার বছরের
ছবি: পিক্সাবে।
1/11

কবে, কখন সূচনা হয়েছিল, নির্দিষ্ট করে জানা নেই। কিন্তু হাজার হাজার বছর ধরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কয়লা। শিল্পবিপ্লবের সময় থেকে বিদ্যুৎ উৎপাদনেও কয়লার ব্যবহার সার্বিক হয়ে দাঁড়িয়েছে।
2/11

কিন্তু কয়লার গুণাগুণে যেমন উপকৃত গোয়া বিশ্ব, তেমনই বাতাসে বিষ ছড়ানোর জন্যও জ্বালানি হিসেবে কয়লার ব্যবহারকে দায়ী করা হয়। বিশ্ব উষ্ণায়ন আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা জ্বালানির হিসেবে কয়লার ব্যবহার। কয়লার আগুন থেকে নির্গত ধোঁয়াই দূষণের সবচেয়ে বড় কারণ। এই কয়লার উৎপত্তি কোথা থেকে, তাও জেনে রাখা জরুরি।
Published at : 15 Feb 2023 07:50 AM (IST)
আরও দেখুন






















