এক্সপ্লোর
Nokia G60 5G: ভারতে হাজির নোকিয়া জি৬০, এই ৫জি ফোনের দাম ও ফিচারগুলো দেখে নিন একনজরে
Nokia Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি। একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে এই ফোন।
নোকিয়া জি৬০ ৫জি
1/10

নোকিয়া জি৬০ ৫জি- এই ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা।
2/10

৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। Nokia.com এবং অন্যান্য জনপ্রিয় প্রথম সারির অনলাইন পোর্টালের মাধ্যমে নোকিয়া জি৬০ ৫জি ফোন কেনা যাবে।
Published at : 01 Nov 2022 11:17 PM (IST)
আরও দেখুন






















