এক্সপ্লোর
এক কোটি ভুয়ো মোবাইল নম্বরের সংযোগ বিচ্ছিন্ন
DoT Mobile Number : কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে

সঞ্চার সাথী পোর্টালকে সাইবার অপরাধ মোকাবিলায় ব্যবহার করে থাকে টেলিকম মন্ত্রক
1/10

স্প্যাম কল, ভুয়ো কলের ঠেলায় জেরবার হন গ্রাহকরা। অচেনা কোনও ফোন নম্বর থেকে ফোন এসে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে দিয়েছে গ্রাহককে, এই নজিরও আছে।
2/10

এই ভুয়ো কল থেকে সাবধান থাকার বার্তা আসে নানা সময়ে পুলিশ, প্রশাসন ও টেলিকম মন্ত্রকের তরফে।
3/10

এবার টেলিকম মন্ত্রকের (DoT) তরফে জানানো হল, সঞ্চার সাথী পোর্টালের সাহায্যে এক কোটি ভুয়ো নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
4/10

সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলা করে থাকে টেলিকম মন্ত্রক। গ্রাহক সন্দেহজনক কল ও মেসেজ রিপোর্ট করতে পারেন এখানে।
5/10

সঞ্চারসাথী পোর্টালের সাহায্যে মোবাইল ব্যবহারকারী চুরি যাওয়া স্মার্টফোনের খোঁজ ও ব্লক করতে পারেন। CEIR - এর সাহায্যে ব্যবস্থা নেওয়া যায় ভুয়ো KYC-র ব্যাপারেও।
6/10

পাশাপাশি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) টেলিকম সংস্থাগুলিকে জানিয়েছে, স্প্যাম কলের জন্য বহু সংযোগ যারা নেয় তাদের কালো তালিকাভুক্ত করতে।
7/10

রোবোকল ও প্রি-রেকর্ডেড কল সহযোগে স্প্যামকারীদের সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ।
8/10

যোগাযোগ মন্ত্রক সূত্রে খবর, গত ১৫দিনে সাড়ে ৩ লাখ নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ব্ল্যাকলিস্ট করা হয়েছে ৫০ সংস্থাকে।
9/10

পাশাপাশি, গত ১৫ দিনে সাড়ে ৩ লাখ অব্যবহৃত SMS হেডার এবং ১২ লাখ কনটেন্ট টেম্পলেটকে ব্লক করা হয়েছে।
10/10

সাইবার অপরাধ, আর্থিক দুর্নীতিতে জড়িত থাকায় প্রায় ২ লাখ ২৭ হাজার মোবাইল সেটকে ব্লক করা হয়েছে।
Published at : 11 Sep 2024 10:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
