এক্সপ্লোর
Smartphone Heating Problems: গরমের মরশুমে আচমকাই গরম হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন ? কীভাবে ভাল রাখবেন ডিভাইস ?
Phone Heated: গরমকালে বাইরের তাপমাত্রা এত বেশি থাকে যে তার প্রভাবে ফোন মারাত্মক ভাবে গরম হয়ে যায়। এর জেরে খারাপ হতে পারে ডিভাইস। কীভাবে সতর্ক থাকবেন? জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

সরাসরি সূর্যালোক আসে এরকম জায়গায় কিংবা রোদের মধ্যে ফোন রেখে দেবেন না। এর প্রভাবে ফোন গরম হয়ে যেতে পারে।
2/10

গরমকালে যেহেতু আশপাশের তাপমাত্রা বেশিই থাকে তাই যাঁরা ফোন নিয়ে বাইরে বেরিয়েছিলেন তাঁরা বাড়ি ফিরে কিছু সময় ফোনের ব্যবহার বন্ধ রাখুন।
3/10

সরাসরি সূর্যালোকে বা রোদের মধ্যে ফোন রাখলে তা ডিভাইসের ভিতরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।
4/10

ফোনের স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা কমিয়ে রাখুন। ব্রাইটনেস বাড়িয়ে রাখলে ফোন দ্রুত গরম হতে পারে।
5/10

ফোনের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখলে ফোনের ব্যাটারিতে চার্জ থাকবে অনেক্ষণ। এছাড়াও চোখের ক্ষতিকারক প্রভাব পড়েনি।
6/10

ফোনে যে অ্যাপ ব্যবহার করছেন না সেগুলি বন্ধ রাখুন। একগুচ্ছ অ্যাপ খুলে রাখলে ফোনের ইন্টারনাল টেম্পারেচার বাড়তে পারে। অর্থাৎ তাপমাত্রা বেড়ে ফোন গরম হয়ে যাবে।
7/10

যদি বুঝতে পারেন ফোন গরম হয়ে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি ফোনের কভার, ব্যাক কভার এগুলি খুলে ফোন রেখে দিন। এর ফলে ফোনের তাপমাত্রা কমে ডিভাইস ঠান্ডা হয়ে যাবে।
8/10

ফোন চার্জে দেওয়ার সময় অতি অবশ্যই শক্ত কোনও জায়গায় রেখে চার্জ দিন। নাহলে ফোন দ্রুত গরম হয়ে যাবে।
9/10

ফোন ক্রমাগত গরম হতে থাকলে সেই স্ময় কোনওভাবেই ফোনে গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, চার্জ দেওয়া এইসব কাজ করতে যাবেন না।
10/10

মাঝে মাঝেই যদি দেখেন ফোন বিশেষ করে ফোনের ব্যাক প্যানেলে গরম হয়ে যাচ্ছে তাহলে অতি অবশ্যই একবার দোকানে দেখিয়ে নেওয়া জরুরি। নাহলে ফোন ফেটে যেতে পারে।
Published at : 09 Jun 2024 04:47 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















