এক্সপ্লোর
Redmi A3: রেডমি এ৩ ফোন লঞ্চ হয়েছে ভারতে, কত দামে এই ফোন কিনতে পারবেন? কী কী ফিচার রয়েছে এই ফোনে?
Redmi Smartphone: রেডমি এ৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে।
![Redmi Smartphone: রেডমি এ৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/7db380211bf473bce43b61a6222152ed1708018335702485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সূত্র- ট্যুইটার
1/10
![সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ৩ ফোন। এটি একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন। দেখে নেওয়া যাক এই ফোন কত দামে কেনা যাবে এবং কী কী ফিচার রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/055248e1d25b93e35052f5aaf9c56b278151f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ৩ ফোন। এটি একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন। দেখে নেওয়া যাক এই ফোন কত দামে কেনা যাবে এবং কী কী ফিচার রয়েছে।
2/10
![রেডমি এ৩ ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮২৯৯ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/b0eb24fdd3561c74eb855f72d5f2ea5f6ebce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রেডমি এ৩ ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮২৯৯ টাকা।
3/10
![রেডমি এ৩ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, লেক ব্লু এবং অলিভ গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি এ৩ ফোন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/174772c59cb2315cb641467bf12787f04dee2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রেডমি এ৩ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, লেক ব্লু এবং অলিভ গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রেডমি এ৩ ফোন।
4/10
![ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। দাম কম হলেও বেশ কয়েকটি উন্নত ফিচার রয়েছে এই স্মার্টফোনে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/c4c37565d773c0374ebaa4fe2236faa1300e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। দাম কম হলেও বেশ কয়েকটি উন্নত ফিচার রয়েছে এই স্মার্টফোনে।
5/10
![ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাপোর্ট। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/e548d8a655136992d441c15188120c7074dac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাপোর্ট। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর।
6/10
![এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট রয়েছে এই ফোনে। ফোনের ব্যবহার না হওয়া মেমোরির সাহায্যে ১২ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/fe7f4238738746e6ad6846e5f7cdf1a65b03a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ফোনে ৬.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট রয়েছে এই ফোনে। ফোনের ব্যবহার না হওয়া মেমোরির সাহায্যে ১২ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
7/10
![রেডমি এ৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/f305afb7625ca289f690a5b213c701563fe4e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রেডমি এ৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
8/10
![রেডমি এ৩ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোএ ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের মাধ্যমে অথেনটিফিকেশন করা সম্ভব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/4d9b5516e104c11b6fdad37886a36649d593f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রেডমি এ৩ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোএ ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেনসরের মাধ্যমে অথেনটিফিকেশন করা সম্ভব।
9/10
![ভারতের বাজারে এখন ১০ হাজার টাকার কমে বেশ কিছু ৫জি ফোনও কেনা যাবে। সেই তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৪। এই ফোন কেনা যাবে ৬৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ৮৯৯৯ টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/824a73a47ed79789ffd1201a67678cd703efc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের বাজারে এখন ১০ হাজার টাকার কমে বেশ কিছু ৫জি ফোনও কেনা যাবে। সেই তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০৪। এই ফোন কেনা যাবে ৬৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ৮৯৯৯ টাকা।
10/10
![রিয়েলমি নারজো এন৫৫ ফোনের দাম ১০,৯৯৯ টাকা। কিন্তু রয়েছে ১০০০ টাকার ব্যাঙ্ক অফার। ফলে এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/fefacd820a895bb9613b5a3837fdfec3ade76.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রিয়েলমি নারজো এন৫৫ ফোনের দাম ১০,৯৯৯ টাকা। কিন্তু রয়েছে ১০০০ টাকার ব্যাঙ্ক অফার। ফলে এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়।
Published at : 15 Feb 2024 11:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)