এক্সপ্লোর
Reliance Jio New 5G Plans: জিওর জন্য আপনি যে প্ল্যান ব্যবহার করতেন, এখন কত বেশি খরচ করতে হবে ?
Jio New 5g Plans: জিও-র নতুন ট্যারিফ প্ল্যান অনুসারে শুধুমাত্র দৈনিক ২ জিবি ডেটা কিংবা তার থেকে বেশি ডেটার প্ল্যানগুলির ক্ষেত্রেই ইউজাররা পাবেন আনলিমিটেড ডেটা।
প্রতীকী ছবি
1/10

ছবি সৌজন্যে- Pexels। জিওর একমাসের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে কম খরচ ছিল ১৫৫ টাকার প্ল্যানে। এই প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ২ জিবি ডেটা পাওয়া যায় বর্তমানে। ৩ জুলাই থেকে পরিষেবা একই থাকছে। কিন্তু রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১৮৯ টাকা। অর্থাৎ এই প্ল্যান বেড়ে ৩৪ টাকা। ২০৯ টাকায় বর্তমানে আপনি ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা পান। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৪৯ টাকা। অর্থাৎ খরচ বাড়তে চলেছে ৪০ টাকা।
2/10

ছবি সৌজন্যে- Pexels। ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়, ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৯৯ টাকা। অর্থাৎ রিচার্জের খরচ বাড়তে চলেছে ৬০ টাকা। এখন ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা পান আপনি। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের ৩ জুলাই থেকে দাম হতে চলেছে ৩৪৯ টাকা। অর্থাৎ খরচ বাড়তে চলেছে ৫০ টাকা।
Published at : 27 Jun 2024 10:16 PM (IST)
আরও দেখুন






















