এক্সপ্লোর
OnePlus 11 Vs iQoo 11, এই দুই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন
Smartphones: ওয়ানপ্লাস ১১ ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। অন্যদিকে আইকিউওও ১১ ফোনে থাকতে পারে ফ্ল্যাট ডিসপ্লে।
প্রতীকী ছবি
1/10

ওয়ানপ্লাস ১১ ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। সেখানে ২কে রেজোলিউশন পেতে পারেন ইউজাররা। অন্যদিকে আইকিউওও ১১ ফোনে থাকতে পারে ফ্ল্যাট ডিসপ্লে। তবে এখানেও ২কে রেজোলিউশন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
2/10

ওয়ানপ্লাস ১১ ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে, আইকিউওও ১১ ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির E6 AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।
Published at : 27 Oct 2022 03:48 PM (IST)
আরও দেখুন






















