এক্সপ্লোর
Budget Smartphone: ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বাজেট ফোনের, জানুন টেকনো- র নতুন ফোনের খুঁটিনাটি
Tecno Spark 9T: টেকনো স্পার্ক ৮টি ফোনের সাকসেসর মডেল হল টেকনো স্পার্ক ৯টি। এটিই লঞ্চ হয়েছে ভারতে।
প্রতীকী ছবি
1/10

ভারতে সদ্য লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ৯টি ফোন। এটি একটি বাজেট স্মার্টফোন। অর্থাৎ সাধ্যের মধ্যেই রয়েছে দাম।
2/10

এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। আগামী ৬ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
Published at : 28 Jul 2022 05:05 PM (IST)
আরও দেখুন



















