এক্সপ্লোর
Artificial Intelligence: আগামী দু’বছরেই থাকবে না এই সব চাকরি? AI দিয়ে চলে যাবে কাজ, প্রয়োজন পড়বে না মানুষের, বলছেন এই CEO
AI Replacing Human Workers: কী অপেক্ষা করছে ভবিষ্যতে? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

Artificial Intelligence বা যন্ত্রমেধা আমাজের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। হিসেবপত্র থেকে লেখালেখির কাজে যন্ত্রমেধা সহায়ক হয়ে উঠেছে অনেকেরই।
2/10

কিন্তু যন্ত্রমেধার এই বাড়বাড়ন্ত নিয়ে সতর্কবার্তাও উঠে আসছে লাগাতার। এবার আমেরিকার AI সংস্থা Replit-এর সিইও-ই যন্ত্রমেধার বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক করলেন। যন্ত্রমেধার জন্য আগামী দুই বছরে কিছু চাকরি বিলুপ্ত হয়ে যাবে বলে জানালেন তিনি।
Published at : 14 May 2025 04:12 PM (IST)
আরও দেখুন






















