এক্সপ্লোর
Artificial Intelligence: আগামী দু’বছরেই থাকবে না এই সব চাকরি? AI দিয়ে চলে যাবে কাজ, প্রয়োজন পড়বে না মানুষের, বলছেন এই CEO
AI Replacing Human Workers: কী অপেক্ষা করছে ভবিষ্যতে? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

Artificial Intelligence বা যন্ত্রমেধা আমাজের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠেছে। হিসেবপত্র থেকে লেখালেখির কাজে যন্ত্রমেধা সহায়ক হয়ে উঠেছে অনেকেরই।
2/10

কিন্তু যন্ত্রমেধার এই বাড়বাড়ন্ত নিয়ে সতর্কবার্তাও উঠে আসছে লাগাতার। এবার আমেরিকার AI সংস্থা Replit-এর সিইও-ই যন্ত্রমেধার বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক করলেন। যন্ত্রমেধার জন্য আগামী দুই বছরে কিছু চাকরি বিলুপ্ত হয়ে যাবে বলে জানালেন তিনি।
3/10

Replit অ্যাপ তৈরির পাশাপাশি, AI ব্যবহার করে ওয়েবসাইটও তৈরি করে। সংস্থা সিইও আমজাদ মাসাদ জানিয়েছেন, আগামী দুই বছরে কিছু চাকরি বাজার থেকে উঠে যাবে। কারণ AI-এর দৌলতে আর মানুষের প্রয়োজন পড়বে না ওই সব কাজে।
4/10

স্টিভেন বার্টলেটের পডকাস্টে আমজাদ জানান, ডেটা এন্ট্রি ক্লার্ক, কোয়ালিটি অ্যাসিউব়্যান্স টেস্টার-সহ যে সমস্ত কাজে কম্পিউটারে বসে শুধু মাউস চালাতে হয়, কিবোর্ডে টাইপ করে যেতে হয় এবং তথ্য় যাচাই করতে হয়, সেই সব চাকরি উঠে যাবে।
5/10

আমজাদ জানিয়েছেন, যে সব কাজে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন পড়ত এতদিন, সেই সব কাজও AI সহজে উতরে দিতে পারছে। ফলে আগামী দিনে অ্য়াকাউন্ট্যান্ট এবং আইনজীবীর মতো পেশার আর কদর থাকবে না।
6/10

আমজাদ জানিয়েছেন, এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেই সব কাজ, যেখানে ইনপুট এবং আউটপুট, গোটাটাই ডিজিটাল মাধ্যম নির্ভর। যেমন, লেখালেখি, ডেটে প্রসেসিং এবং ভিজ্যুয়াল ডিজাইনিং—এই সব কাজ আগামীতে AI দিয়েই হয়ে যাবে। বেতনভোগী লোকের প্রয়োজন পড়বে না।
7/10

AI-এর প্রভাবমুক্ত থাকবে যে সব ক্ষেত্র, তাও তুলে ধরেছেন আমজাদ। তিনি জানিয়েছেন, হেলথকেয়ারে সেভাবে প্রভাব ফেলতে পারবে না AI.
8/10

আমজাদের বিশ্লেষণ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। যাঁরা ডেস্কজবে অভ্য়স্ত হয়ে গিয়েছেন, এখনই তাঁদের সতর্ক হওয়া উচিত বলে জানিয়েছেন কেউ কেউ।
9/10

তবে হেলথকেয়ারও আগামী দিনে AI-এর প্রভাব এড়াতে পারবে না বলে মনে করছেন কেউ কেউ। কারণ চিনের মতো দেশে ইতিমধ্যেই AI নির্ভর হাসপাতাল খোলা হয়েছে। সেখানে ৩২ জন AI চিকিৎসক রয়েছেন। রোজ ১০ হাজার রোগী দেখতে পারে ওই হাসপাতাল।
10/10

তাই AI-এর দৌরাত্ম্য বন্ধ করা না গেলে, আগামী দিনে প্রত্যেক চাকুরিজীবীর উপরই প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। AI-কে সংক্রান্ত বিধিনিষেধ চালুর পক্ষেও মত প্রকাশ করেছেন কেউ কেউ।
Published at : 14 May 2025 04:12 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























