এক্সপ্লোর
Twitter: ভারতে হাজির ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন, খরচ কত?
Twitter Blue Tick: প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হয়েছে ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন। এবার অর্থের বিনিময়ে ট্যুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক কিনতে পারবেন ভারতীয় ইউজাররা।
ট্যুইটার ব্লু টিক
1/10

ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। এতদিন পর্যন্ত ট্যুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Premium Subscription) নির্দিষ্ট কিছু দেশে উপলব্ধ ছিল। তবে এবার চালু হয়েছে ভারতেও।
2/10

মাসে ৯০০ টাকা খরচের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Tick) কিনতে পারবেন ভারতীয় ইউজাররা। ভেরিফায়েড ফোন নম্বর থাকা সাবস্ক্রাইবাররা আপনাআপনিই একটি ব্লু ভেরিফায়েড ব্যাজ বা টিক মার্ক পাবেন নিজেদের ট্যুইটার অ্যাকাউন্ট।
Published at : 09 Feb 2023 12:09 PM (IST)
আরও দেখুন






















