এক্সপ্লোর
Twitter Edit Button: ট্যুইটারে চালু হতে চলেছে 'এডিট' অপশন, কী কী সুবিধা পাওয়া যাবে, কারা পাবেন?
Twitter Edit Option: ট্যুইট এডিট করার জন্য এবার ট্যুইটারে চালু হতে চলেছে নতুন এডিট অপশন। এই ফিচারের ফলে কারা সুবিধা পাবেন, কী কী সুবিধা পাবেন দেখে নিন।
প্রতীকী ছবি
1/10

অবশেষে ট্যুইটারে চালু হতে চলেছে এডিট অপশন। দীর্ঘ প্রতীক্ষার পর মাইক্রোব্লগিং সাইটে এই ফিচার চালু হতে চলেছে।
2/10

এতদিন ট্যুইটারে কোনও এডিট অপশন ছিল না। অর্থাৎ ট্যুইট এডিট করা যেত না। এবার সেই ফিচারই চালু করতে চলেছে ট্যুইটার কর্তৃপক্ষ।
Published at : 01 Sep 2022 11:24 PM (IST)
আরও দেখুন






















