এক্সপ্লোর
Twitter Blue: ট্যুইটারে ব্লু টিক পেতে প্রয়োজন ফোন নম্বর ভেরিফিকেশন
Twitter Blue Subscription: বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও চালু হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। আপাতত আইফোন ইউজাররা এই সুবিধা পাবেন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
1/10

ট্যুইটারে ব্লু টিক পেতে হলে প্রয়োজন ফোন নম্বর ভেরিফিকেশন। নতুন নিয়ম চালু হচ্ছে ট্যুইটারে। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
2/10

বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও চালু হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। আপাতত আইফোন ইউজাররা এই সুবিধা পাবেন। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
3/10

ট্যুইটারের তরফে জানানো হয়েছে ব্লু সাবস্ক্রাইবাররা ভেরিফায়েড ফোন নম্বর থাকলে একটি ব্লু চেকমার্ক পাবেন। তবে ট্যুইটার অ্যাকাউন্টে এই ব্লু টিক পাওয়া যাবে কর্তৃপক্ষের অনুমোদনের পরে। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
4/10

ইউজারদের ব্লু টিক দেওয়ার আগে তাঁদের অ্যাকাউন্টের রিভিউ করা হবে। বলা ভাল ইউজাররা ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু সাবস্ক্রিপশন অ্যাপ্লাই করার আগেই এই রিভিউ হবে। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
5/10

জানা গিয়েছে, ভারতের আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য মাসে ৯৯৯ টাকা দিতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই খরচের পরিমাণ কত হতে চলেছে তা এখনও জানা যায়নি।
6/10

প্রাথমিক ভাবে ওয়েব এবং আইওএস- এর ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। হয়তো সেই কারণেই এখনও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ প্রকাশ্যে আসেনি।
7/10

এর আগে শোনা গিয়েছিল, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ভারতীয় ইউজারদের ৭১৯ টাকা দিতে হবে। তবে এই ফিচার নতুন করে লঞ্চের পর শোনা গিয়েছে যে খরচ বেড়ে গিয়েছে।
8/10

পেল অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে অ্যাপ কর্তৃপক্ষকে ৩০ শতাংশ 'ফি' দিতে হবে বলে আগেই শোনা গিয়েছিল। অনুমান, সেই সূত্রেই ভারতে আইওএস ইউজারদের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ বাড়ানো হয়েছে।
9/10

আমেরিকার ক্ষেত্রে ট্যুইটার ব্যবহাকারীদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েডে ট্যুইটার ব্যবহার করেন, তাঁদের জন্য ব্লু সাবস্ক্রিপশনের প্রতি মাসে খরচ ৮ ডলার। অন্যদিকে আইওএস ইউজারদের ক্ষেত্রে মাসে ১১ ডলার দিতে হবে ব্লু সাবস্ক্রিপশন পাওয়া জন্য।
10/10

এতদিন যাঁদের ট্যুইটারে ব্লু টিক অ্যাকাউন্ট ছিল, তাঁদেরকেও এই ভেরিফিকেশন ব্যাজ বজায় রাখার জন্য একই পরিমাণ খরচ করতে হবে। নাহলে অ্যাকাউন্টের ব্লু টিক বন্ধ হয়ে যাবে।
Published at : 14 Dec 2022 12:33 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























