এক্সপ্লোর
Strong Password: স্ট্রং পাসওয়ার্ড কী? কীভাবে সেট করবেন এই পাসওয়ার্ড, রইল খুঁটিনাটি তথ্য
Password Settings: পাসওয়ার্ড তৈরির সময় অর্থাৎ সেট করার ক্ষেত্রে আমরা অজান্তেই কিছু ভুল করে ফেলি। কীভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন? কী কী ভুল করবেন না- সেগুলো দেখে নেওয়া যাক।
প্রতীকী ছবি
1/10

যেকোনও স্মার্টফোন হোক বা অন্যান্য ডিভাইস, কিংবা অনলাইনে শপিং সাইটের অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ওটিটি প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট- এই সবকিছুই সুরক্ষিত রাখার প্রথম ধাপ হল একটি ঠিকঠাক পাসওয়ার্ড সেট করা।
2/10

কিন্তু আমরা অনেকেই পাসওয়ার্ড সেট করার সময় অজান্তে কিছু ভুল করে ফেলি। তাই চলুন জেনে নেওয়া যাক স্ট্রং পাসওয়ার্ড কীভাবে সেট করবেন এবং কী কী ভুল একেবারেই করা চলবে না।
Published at : 19 Jul 2023 05:15 PM (IST)
আরও দেখুন





















