এক্সপ্লোর
পুরনো আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার ফোনে চলবে তো?
iPhone: জানা গিয়েছে, ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ পরিচালিত আইফোনে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
আইফোন
1/10

পুরনো আইওএস ভার্সান যুক্ত আইফোন রয়েছে আপনার? তাহলে আপনার জন্য রয়েছে দুঃখের খবর। কারণ দীপাবলির পরেই পুরনো আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ।
2/10

জানা গিয়েছে, ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ পরিচালিত আইফোনে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
3/10

অ্যাপেলের সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের তরফেও এই খবর ঘোষণা করা হয়েছে।
4/10

হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টার পেজ অনুসারে আইফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে হলে আইওএস ১২ বা নতুন ভার্সানের আইওএস প্রয়োজন।
5/10

তাই যাদের ফোনে এখনও আইওএস ১০ বা আইওস ১১ রয়েছে তারা সফটওয়্যার আপডেট করে নিন। তাহলেই সাবলীল ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
6/10

বেশি আইফোনে এখন আর আইওএস ১০ এবং আইওএস ১১ ভার্সান নেই। যাঁদের আইফোন ৫ বা আইফোন ৫সি রয়েছে তাঁরা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনেই আগের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
7/10

তবে যাঁরা এখনও আইফোন ৪ বা আইফোন ৪এস ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে এবার নতুন ফোন কেনার সময় এসে গিয়েছে। কারণ এই দুই ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে।
8/10

ইউজারদের নিরাপত্তার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের প্রাইভেসি ফিচার এবং ইউজার ইন্টারফেস আপডেট করে। আর তাই লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসেই কাজ করে হোয়াটসঅ্যাপ।
9/10

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও পুরনো অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে হোয়াটসঅ্যাপ।
10/10

ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন কয়েকটি ফিচার। এই ফিচারের মধ্যে বেশ কয়েকটির বিটা টেস্টিং রোল আউট ইতিমধ্যেই শুরু হয়েছে।
Published at : 22 Oct 2022 04:06 PM (IST)
View More
Advertisement
Advertisement























