বেসরকারিকরণের প্রতিবাদে ২৯ জুলাই বেশিরভাগ ব্যাঙ্কই ধর্মঘটের কারণে বন্ধ থাকবে।
2/5
আগামী মাসে ব্যাঙ্কের ছুটি ৩ জুলাই রবিবার দিয়ে শুরু। এরপর ৬ জুলাই ইদ। ৯ জুলাই মাসের দ্বিতীয় শনিবারে ছুটি। পরের দিন ১০ জুলাই রবিবারে ব্যাঙ্ক বন্ধ। ১২ ও ১৩ জুলাই ধর্মঘটের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৭,২৪ এবং ৩১ জুলাই রবিবার। ২৩ জুলাই মাসের চতুর্থ শনিবার। তাই ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
3/5
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর ইউ এস ছাবরা জানিয়েছেন, ১২ ও ১৩ জুলাই স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের-জয়পুর এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের কর্মচারীরা ধর্মঘট করবেন। স্টেট ব্যাঙ্কের সঙ্গে তার সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তির প্রতিবাদে এই ধর্মঘট। এছাড়াও সরকারি ছুটি ও উত্সব, সব মিলিয়ে জুলাইতে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
4/5
জুলাইতে কর্মচারীদের ধর্মঘট, সরকারি ছুটি ও উত্সবের কারণে ১১ দিন বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কে কোনও কাজ থাকলে আগাম সেরে ফেলাই ভালো।
5/5
আগামী মাসে কি ব্যাঙ্কে আপনার জরুরী কাজ রয়েছে? তাহলে জেনে নিন, জুলাই মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।