সাইকোলজির ছাত্রী মারিয়া ভবিষ্যতে সমাজসেবা করতে চান।
2/8
পরিবার ও বন্ধুবান্ধব সমর্থন করেছেন তাঁকে।
3/8
ওঁর আগেও বেশ কয়েকজন মুসলমান তরুণী মিস ইংল্যান্ড হয়েছেন কিন্তু তাঁরা কেউ হিজাব পরেননি।
4/8
সংস্কৃতির বহুত্ববাদের কথা শোনা যায় তাঁর মুখে।
5/8
বিশ্বে মুসলমান সম্প্রদায়ের ভাবমূর্তি পাল্টাতে চান বলে জানিয়েছেন তিনি।
6/8
মারিয়ার বয়স ২০।
7/8
যদি মারিয়া মিস ইংল্যান্ড হতে পারেন, তাহলে মিস ওয়ার্ল্ডে দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
8/8
মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ইতিহাসে প্রথম। হিজাব পরে এই প্রথম যোগ দিলেন কোনও প্রতিযোগী। মারিয়া মেহমুদ নামে এই তরুণী এর আগে মিস বার্মিংহাম প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন।