এখন বেলাকে নিয়ে ফ্লোরিডার পশ্চিম উপকূলে ঘুরছেন রবার্ট। গরমে বেলার কষ্ট হচ্ছে বলে নেব্রাস্কায় চলে যাওয়ার কথা ভাবছেন রবার্ট
2/18
ভ্রমণ শুরু হয়েছিল শিকাগো থেকে। তা এখনও চলছে
3/18
বেলা আর যে কদিন বাঁচবে সেই দিনগুলি যাতে আনন্দে কাটে, তার জন্যই তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রবার্ট
4/18
বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের সামনে রবার্ট ও বেলা
5/18
গত বছরের নভেম্বর থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছে। বেলার জীবনের সব সাধ পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই যাত্রা
6/18
সারমেয়টিকে পরিবারের সদস্য বলেই মনে করেন রবার্ট। সেই কারণেই তিনি বেলাকে সবসময় খুশি রাখতে চান
7/18
বেলার প্রতি রবার্টের এই গভীর ভালবাসা ফের প্রমাণ করে দিল, পোষ্য বন্ধু বা পরিবারের সদস্যদের মতোই প্রিয়
8/18
লিঙ্কনের হোমস হ্রদের জলে খেলা করছে রবার্টের প্রিয় পোষ্য
9/18
বেলার বয়স ৯ বছর। তার যকৃতে ক্যান্সার হয়েছে। হাড়েও ক্যান্সার হয়েছে। তা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য তার একটি পা বাদ দিতে হয়েছে
10/18
গোটা যাত্রার ছবি তুলে রাখছেন রবার্ট। সোশ্যাল মিডিয়ায় রবাতাঁর সব অ্যাকাউন্টে এখন শুধু বেলারই ছবি
11/18
চিকিৎসকরা রবার্টকে জানান, বেলা আর ৩ থেকে ৬ মাস বাঁচবে
12/18
এই যাত্রায় রবার্ট ও বেলা হয় তাঁবু খাটিয়ে অথবা গাড়িতেই রাত কাটাচ্ছেন
13/18
এই ছবিটি তোলা হয়েছিল এ বছরের ৩১ জানুয়ারি। সেদিন ছিল বেলার জন্মদিন। রবার্ট এই দিনটিতে তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আশঙ্কা অমূলক হওয়ায় তিনি খুশি। সব ছবি সৌজন্যে ফেসবকু ও ইনস্টাগ্রাম
14/18
লিঙ্কন সংগ্রহশালার সামনে বেলা
15/18
ইয়েলোস্টোনস এবং ইয়োস্মিত ন্যাশনাল পার্কও ঘোরার ইচ্ছা রয়েছে রবার্টের
16/18
দ্য ব্যালড পর্বতের ফায়ার টাওয়ারের উপরে বেলা
17/18
ক্লিভল্যান্ডের একটি পার্কে বিশ্রাম নিচ্ছে বেলা
18/18
রবার্ট কুগলার নামে এই ব্যক্তির কুকুরের নাম বেলা। সে ল্যাব্রাডর প্রজাতির। গত বছর ক্যান্সার ধরা পড়ে তার। এরপরেই তাকে নিয়ে সারা দেশ ঘোরার পরিকল্পনা করেন রবার্ট