এই গাড়িতে দ্রুত চার্জও দেওয়া যায়। গাড়িটিতে অন্যান্য সুবিধাও আছে।
2/7
‘ওরা আর ওয়ান’-এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ৩৩ কিলো হাই ওয়াট ব্যাটারি ও ৪৬ বিএইচপি মোটর। একবার ব্যাটারি চার্জ দিলে এই গাড়ি নিয়ে ৩০০ কিলোমিটারের বেশি যাওয়া যায়। এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০২ কিমি।
3/7
‘ওরা আর ওয়ান’ গাড়িটিতে ৯ ইঞ্চির টাচস্ক্রিন, রিয়ার ক্যামেরা প্লাস সেন্সরস, চারটি স্পিকার অডিও রয়েছে।
4/7
‘ওরা আর ওয়ান’ গাড়িটি দেখে ওয়াগন আর বা এস-প্রেসোর মতো ছোট গাড়ির মতো মনে হয়। তবে এই বিদ্যুৎচালিত গাড়িটি উন্নতমানের।
5/7
জিডব্লুএম সংস্থা বাজারে এনেছে বিদ্যুৎচালিত গাড়ি ‘ওরা আর ওয়ান’। এই গাড়ির দাম অন্য গাড়িগুলির তুলনায় বেশ খানিকটা কম। তবে গাড়িটি দেশে সে কথা মনে হয় না। গাড়িটির রং ও বিভিন্ন অংশ অত্যন্ত আকর্ষণীয়।
6/7
ভারতে বিদ্যুৎচালিত গাড়ির জনপ্রিয়তা না বাড়ার একটি অন্যতম কারণ হল, এই গাড়ির দাম ১০ লক্ষ টাকার কম নয়। তবে এবারের অটো এক্সপোতে বিশ্বের সবচেয়ে কম দামী বিদ্যুৎচালিত গাড়ির প্রদর্শনী চলছে।
7/7
অন্য দেশগুলির তুলনায় ভারতে এখনও সেভাবে জনপ্রিয় হয়নি বিদ্যুৎচালিত গাড়ি। তবে ধীরে ধীরে ভারতেও বিদ্যুৎচালিত গাড়ির জনপ্রিয়তা বাড়ছে।