এক্সপ্লোর
অটো এক্সপো: জিপসির জায়গা নিতে ‘জিমনি’ নিয়ে আসছে মারুতি
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/09162901/FB_IMG_1581138380832.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/6
![সূত্রের খবর, সম্ভবত চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় বাণিজ্যিকভাবে মুক্তি পাবে জিমনি। বিশেষজ্ঞদের দাবি, জিমনি-র মূল প্রতিদ্বন্দ্বিতা মহিন্দ্র ‘থর’ মডেলের সঙ্গে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/09162929/IMG-20200208-WA0021.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সূত্রের খবর, সম্ভবত চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় বাণিজ্যিকভাবে মুক্তি পাবে জিমনি। বিশেষজ্ঞদের দাবি, জিমনি-র মূল প্রতিদ্বন্দ্বিতা মহিন্দ্র ‘থর’ মডেলের সঙ্গে।
2/6
![জানা গিয়েছে, মারুতি ‘ব্রিজা’-র মতো ফ্রেম নয় ‘জিমনি’-র। এখানে টয়োটা ‘ফর্চুনার’-এর মতো ল্যাডার ফ্রেম রাখা হয়েছে। এর ফলে, গাড়িটি অফ-রোডে দুরন্ত হবে। এর জন্য এই গাড়িতে একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে নিচু গিয়ারে প্রচণ্ড চড়াই-উতরাই পরিস্থিতিতেও এই গাড়ি সাবলীলভাবে চলবে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/09162924/IMG-20200208-WA0018.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা গিয়েছে, মারুতি ‘ব্রিজা’-র মতো ফ্রেম নয় ‘জিমনি’-র। এখানে টয়োটা ‘ফর্চুনার’-এর মতো ল্যাডার ফ্রেম রাখা হয়েছে। এর ফলে, গাড়িটি অফ-রোডে দুরন্ত হবে। এর জন্য এই গাড়িতে একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে নিচু গিয়ারে প্রচণ্ড চড়াই-উতরাই পরিস্থিতিতেও এই গাড়ি সাবলীলভাবে চলবে।
3/6
![জিমনি-তে ১০০ বিএইচপি সহ ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। অটোম্যাটিক ও ম্যানুয়াল -- দুধরনের গিয়ার বক্সই রয়েছে। ভারতে জিমনি-র ডিজেল ভ্যারিয়েন্ট বের করেনি সংস্থা। প্রসঙ্গত, জিমনি-র ইঞ্জিন মারুতির আরও দুই মডেল--সিয়াজ ও ব্রিজার মতোই। জিপসির মতো জিমনি-তেও তিনটি দরজা থাকবে। দুদিকে একটি-একটি করে এবং একটি পিছনে। গাড়িটি ফোর-সিটার, অর্থাৎ, চারজনের বসার। বুট-স্পেসও যথেষ্ট বড়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/09162918/IMG-20200208-WA0008.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জিমনি-তে ১০০ বিএইচপি সহ ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। অটোম্যাটিক ও ম্যানুয়াল -- দুধরনের গিয়ার বক্সই রয়েছে। ভারতে জিমনি-র ডিজেল ভ্যারিয়েন্ট বের করেনি সংস্থা। প্রসঙ্গত, জিমনি-র ইঞ্জিন মারুতির আরও দুই মডেল--সিয়াজ ও ব্রিজার মতোই। জিপসির মতো জিমনি-তেও তিনটি দরজা থাকবে। দুদিকে একটি-একটি করে এবং একটি পিছনে। গাড়িটি ফোর-সিটার, অর্থাৎ, চারজনের বসার। বুট-স্পেসও যথেষ্ট বড়।
4/6
![‘জিমনি’-র দৈর্ঘ্য ৩.৫ মিটার। অর্থাৎ, আকারে বেশ ছোট এটি। তবে, এসইউভি না হলেও, এই গাড়ির ডিজাইন এসইউভি-র মতোই রাখা হয়েছে। এছাড়া, জিপসি-র মতো এই গাড়িতে হেডল্যাম্প গ্রিল দিয়ে ঘেরা। জিপসির মতো এখানেও পিছনে স্পেয়ার চাকা রাখার ব্যবস্থা রয়েছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/09162913/IMG-20200208-WA0006.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘জিমনি’-র দৈর্ঘ্য ৩.৫ মিটার। অর্থাৎ, আকারে বেশ ছোট এটি। তবে, এসইউভি না হলেও, এই গাড়ির ডিজাইন এসইউভি-র মতোই রাখা হয়েছে। এছাড়া, জিপসি-র মতো এই গাড়িতে হেডল্যাম্প গ্রিল দিয়ে ঘেরা। জিপসির মতো এখানেও পিছনে স্পেয়ার চাকা রাখার ব্যবস্থা রয়েছে।
5/6
![ভারতের বাজারে ‘জিমনি’-র আত্মপ্রকাশ ঘটাল মারুতি। সংস্থার তরফে এখনও পর্যন্ত স্বীকার না করা হলেও, সূত্রের দাবি, অদূর ভবিষ্যতে মারুতির বহুল জনপ্রিয় ‘জিপসি’-র জায়গা নিতে চলেছে ‘জিমনি’। বহু বছর ধরেই, জিপসি মডেল আর তৈরি করে না মারুতি। জানা গিয়েছে, শুধুমাত্র পেট্রোল ইঞ্জিন ও ফোর-বাই-ফোর হুইল ড্রাইভ সিস্টেম বিশিষ্ট ‘জিমনি’-র দাম পড়বে ১০-১৫ লক্ষ টাকা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/09162907/IMG-20200208-WA0005.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের বাজারে ‘জিমনি’-র আত্মপ্রকাশ ঘটাল মারুতি। সংস্থার তরফে এখনও পর্যন্ত স্বীকার না করা হলেও, সূত্রের দাবি, অদূর ভবিষ্যতে মারুতির বহুল জনপ্রিয় ‘জিপসি’-র জায়গা নিতে চলেছে ‘জিমনি’। বহু বছর ধরেই, জিপসি মডেল আর তৈরি করে না মারুতি। জানা গিয়েছে, শুধুমাত্র পেট্রোল ইঞ্জিন ও ফোর-বাই-ফোর হুইল ড্রাইভ সিস্টেম বিশিষ্ট ‘জিমনি’-র দাম পড়বে ১০-১৫ লক্ষ টাকা।
6/6
![সংস্থার এক কর্তা দাবি, ‘জিমনি’ হল নতুন প্রজন্মের জিপসি। এটা কোনও বর্তমান এনইউভি নয়। তবে, এখানে ফোর-বাই-ফোর হুইল ড্রাইভ সিস্টেম রয়েছে। দামটাও নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/09162901/FB_IMG_1581138380832.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সংস্থার এক কর্তা দাবি, ‘জিমনি’ হল নতুন প্রজন্মের জিপসি। এটা কোনও বর্তমান এনইউভি নয়। তবে, এখানে ফোর-বাই-ফোর হুইল ড্রাইভ সিস্টেম রয়েছে। দামটাও নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।
Published at : 09 Feb 2020 11:04 AM (IST)
Tags :
Maruti Jimny Delhi Auto Expo Auto Expo News Auto Expo Noida Auto Expo Ticket Auto Expo Ticket Price Auto Expo Tickets Autocar India Brezza Petrol Maruti Gypsy Delhi Auto Expo 2020 Date India Exposition Mart Ltd Auto Expo India Auto Expo 2020 Delhi Auto Expo 2020 India Auto Expo 2020 Noida Auto Expo 2020 Tickets Auto Expo Components 2020 Auto Expo Date Auto Expo Dates Auto Expo Greater Noida Auto Expo Mumbai Auto Expo 2020 Dates India Auto Expo 2020 Dates Auto Expo 2020 Date Auto Expo 2019 Auto Expo 2020আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)