সুস্মিতার কথায়, এ দেশে এমন পুরুষ আছেন যাঁরা মহিলাদের সাহায্য করেন, সহায়তা করেন। অপরাধীদের কথা বারবার তুলে না ধরে এঁদের ব্যাপারে বেশি করে জানানো উচিত। তা সঠিক পদক্ষেপ হবে বলে তাঁর ধারণা। সব ছবি: মানব মঙ্গলানি
2/6
সুস্মিতার কথায়, এ দেশে এমন পুরুষ আছেন যাঁরা মহিলাদের সাহায্য করেন, সহায়তা করেন। অপরাধীদের কথা বারবার তুলে না ধরে এঁদের ব্যাপারে বেশি করে জানানো উচিত। তা সঠিক পদক্ষেপ হবে বলে তাঁর ধারণা।
3/6
তিনি বলেন, আমাদের দেশ সহ বিশ্বের সর্বত্র অন্যায় ও অনুচিত ঘটনা ঘটছে। এটা অত্যন্ত দুঃখের। দুটো কাজ করা যেতে পারে। এক, দুঃখপ্রকাশ করে গোটা ঘটনা ভুলে যাওয়া ও দুই, নিজে কোনও উদাহরণ তৈরি করে মানুষকে প্রেরণা দেওয়া।
4/6
মহিলাদের ওপর নিগ্রহের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, তিনি এই সব ইস্যুতে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কারণ একটা জায়গা পর্যন্ত এ নিয়ে কথা বলা হয়, বিরোধিতা করা হয় কিন্তু সঠিক কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায় না। তখন অত্যন্ত অস্বস্তি হয়।
5/6
নারী হয়ে জন্মের সৌভাগ্য লাভ করাটাই একটা বিরাট পুরস্কার। আই অ্যাম উওম্যান ২০১৮ পুরস্কারে ভূষিত হয়ে এ কথা বললেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।
6/6
নারী হয়ে জন্মের সৌভাগ্য লাভ করাটাই একটা বিরাট পুরস্কার। আই অ্যাম উওম্যান ২০১৮ পুরস্কারে ভূষিত হয়ে এ কথা বললেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।