টেলসের মৃত্যুর পরও ফ্যাশন শো চলে। মডেলরা আবেগবিহ্বল বার্তা হাতে নিয়ে টেলসের এই মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
2/12
এজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, সকলের সঙ্গে টেলসের ব্যবহার ছিল দারুণ। তিনি এর আগে এসপিএফডব্লু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্যাশন শো-তে র্যা ম্প ওয়াক করেছেন।
3/12
ব্রাজিলের বিখ্যাত বেস এমজিটি মডেলিং এজেন্সিতে কর্মরত ছিলেন টেলস। এজেন্সির পক্ষ থেকেই এই ফ্যাশন শো-তে এসেছিলেন তিনি।
4/12
ফ্যাশন শো কর্তৃপক্ষ তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
5/12
সাওপাওলো ফ্যাশন উইকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছ যে, টেলসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
6/12
র্যা ম্পে ক্যাটওয়াকের পর ফিরে যাওয়ার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় ওই মডেলের। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
7/12
কিন্তু পড়ে গিয়ে আর উঠছিলেন না টেলস। তাঁর মুখ থেকে গাঁজলা বের হতে থাকে। সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে।
8/12
সেখানে উপস্থিত দর্শকরা ভেবেছিলেন যে, র্যা ম্পে পড়ে যাওয়াটা হয়ত ফ্যাশন শো-রই অঙ্গ।
9/12
জানা গেছে, ২৬ বছরের টেলস তাঁর স্যান্ডেলের স্ট্যাপে পা জড়িয়ে পড়ে যান।
10/12
গত ২৭ এপ্রিল র্যা ম্পে যে ব্রাজিলীয় মডেলের মৃত্যু হয়, তাঁর নাম টেলস সোরেস।
11/12
ব্রাজিলে সাও পাওলো ফ্যাশন উইক এন৪৭ সামার ২০২০ চলার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফ্যাশন শো-র একেবারে শেষ দিন ওই মডেলের মৃত্যু হয়।
12/12
ফ্যাশন শো-তে র্যা ম্পে ক্যাটওয়াকের সময় মজেলদের পড়ে যাওয়া বা পোশাক বিভ্রাটের খবর প্রায়ই শোনা যায়। কিন্তু এবার র্যা ম্পে ক্যাটওয়াক করতে গিয়ে মৃত্যু হল এক মডেলের। (সব ছবি-গেটি ইমেজ)