আগামী ২০ অক্টোবর শুক্রবার থেকে এই ফোন খুচরো বিপণিগুলিতে পাওয়া যাবে।
2/5
বিএসএনএলের সিএমডি অনুপম শ্রীবাস্তব বলেছেন, মাইক্রোম্যাক্সের সঙ্গে এই অংশীদারীর জন্য তাঁরা গর্বিত। এই কোম্পানির গ্রাহক সংখ্যা প্রায় ১৫ কোটি।এই সংখ্যা আরও বাড়ছে। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ভারত-১ ফোনের মাধ্যমে গ্রাহকরা ডেটা ও কলিং-এর এমন সুবিধা পাবেন, যা এর আগে তাঁরা পাননি।
3/5
মাইক্রোম্যাক্সের সহ প্রতিষ্ঠাতা রাহুল শর্মা বলেছেন, বিএসএনএল দেশের অন্যতম টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা। বিএসএনএলের নেটওয়ার্ক দেশের প্রতিটি কোণে রয়েছে।
4/5
কোম্পানি আরও বলেছে, এই ৪জি ফোন দেশের ডিজিটাল চাহিদা পূরণের কাজ করবে এবং ব্যবহারকারীদের খুবই কম দামে প্রতিমাসে ৯৭ টাকায় বিএসএনএল-এর আনলিমিটেড কল ও ডেটা পরিষেবা দেওয়া হবে। ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয় এমন ৫০ কোটি গ্রাহকের কাছে পৌঁছোনোর জন্যই ৪ জি ফোনের বিকল্প হিসেবে ভারত-১ ফোন নিয়ে আসা হয়েছে।
5/5
রিলায়েন্স জিও-র ৪জি ফিচারফোনকে টেক্কা দিতে এবার দেশীয় মোবাইল ব্র্যান্ড মাইক্রোম্যাক্স রাষ্ট্রায়ত্ত টেলি সংযোগ সংস্থা বিএসএনএল-এর সঙ্গে হাত মিলিয়ে নিয়ে এল তাদের বহুপ্রতিক্ষিত ভিওএলটিই স্মার্টফোন ভারত-১। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের ৫০ কোটির বেশি ফিচারফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই ফোন নিয়ে আসা হয়েছে। সবচেয়ে সুষ্ঠু মোবাইল পরিষেবা দিতে মাইক্রোম্যাক্স ও বিএসএনএল একযোগে কাজ করবে।