এক্সপ্লোর
উৎক্ষেপণের ১৬ মিনিট পরেই চন্দ্রযান ২ পৌঁছে গেল পৃথিবীর কক্ষপথে
1/7

চাঁদের অজানা রহস্য সন্ধানে সোমবার দুপুর দুটো ৪৩ মিনিটে পাড়ি দিল চন্দ্রযান ২। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান ২। ‘বাহুবলী’ নামে সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি এমকে ৩-এম১-র সাহায্যে উৎক্ষেপণ করা হল চন্দ্রযান ২ কে। উৎক্ষেপণের ১৬ মিনিট পরেই ৩,৮৫০ কেজি ওজনের চন্দ্রযান ২ পৌঁছে গেল পৃথিবীর কক্ষপথে।
2/7

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বলেছে, এটা খুবই খুশির মুহূর্ত। উৎক্ষেপণ এতটাই ভালো হয়েছে, যা প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। বৈজ্ঞানিকদের কঠোর পরিশ্রমই এই সাফল্যের কারণ।
Published at : 22 Jul 2019 07:04 PM (IST)
View More






















