চাঁদের অজানা রহস্য সন্ধানে সোমবার দুপুর দুটো ৪৩ মিনিটে পাড়ি দিল চন্দ্রযান ২। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান ২। ‘বাহুবলী’ নামে সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি এমকে ৩-এম১-র সাহায্যে উৎক্ষেপণ করা হল চন্দ্রযান ২ কে। উৎক্ষেপণের ১৬ মিনিট পরেই ৩,৮৫০ কেজি ওজনের চন্দ্রযান ২ পৌঁছে গেল পৃথিবীর কক্ষপথে।
2/7
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বলেছে, এটা খুবই খুশির মুহূর্ত। উৎক্ষেপণ এতটাই ভালো হয়েছে, যা প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। বৈজ্ঞানিকদের কঠোর পরিশ্রমই এই সাফল্যের কারণ।
3/7
ইসরো-র এই সাফল্যকে অভিনন্দন জানানো হয়েছে সংসদের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উৎক্ষেপণ প্রত্যক্ষ করে একটি ছবি ট্যুইট করে বলেছেন, আজ প্রত্যেক ভারতীয়র গর্বের দিন।
4/7
গত ১৪ জুলাই রাত ২টো ৫১ মিনিটে চাঁদের পথে রওনা দেওয়ার কথা ছিল বাহুবলীর।কিন্তু, প্রযুক্তিগত ত্রুটির কারণে, নির্ধারিত সময়ের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে বাতিল করা হয় অভিযান।
5/7
সময় থাকতে থাকতে ত্রুটিটি নজরে আসে বিজ্ঞানীদের। আজ বাহুবলীর পিঠে পাড়ি দেওয়া চন্দ্রযান ২ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। পৃথিবীর একমাত্র উপগ্রহের ওই অংশ এর আগে কোনও দেশই পৌঁছতে পারেনি। ভারতের এই চন্দ্রাভিযান চাঁদের অনেক অজানা বিষয় জানার ক্ষেত্রে সহায়ক হবে, যা শুধু ভারতই নয়, সমগ্র মানব সভ্যতার কাছেই গুরুত্বপূর্ণ হবে।
6/7
চন্দ্রযান ২ -এর তিনটি ভাগ। অরবিটার, অর্থাৎ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, যা চাঁদের কক্ষপথে ঘুরবে। ল্যান্ডার, অর্থাৎ যা চন্দ্রযানকে চাঁদের মাটিতে নামাবে। এবং রোভার, যা চাঁদের মাটিতে জল ও অন্যান্য খনিজের সন্ধান চালাবে। প্রথম চন্দ্রাভিযানের সাফল্যের ১১ বছর পর ইসরো ৯৭৮ কোটি টাকা ব্যয়ে তৈরি চন্দ্রযান ২ উৎক্ষেপণ করল।
7/7
গতকাল রবিবার সন্ধেয় ৬ টা ৪৩ মিনিটে কাউন্টডাউন শুরু হয়েছিল। কক্ষপথে প্রতিষ্ঠিত হওয়ার পর ২৮ দিন ধরে কক্ষপথে ঘুরতে থাকবে কৃত্রিম উপগ্রহ। তারপর স্যাটেলাইট থেকে আলাদা হয়ে চাঁদের মাটিতে নামার প্রক্রিয়া শুরু করবে ল্যান্ডার। এই পুরো প্রক্রিয়া শেষ হবে ৫২ দিনে। ইসরোর হিসেবে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে নামবে ৬ সেপ্টেম্বর।