Kolkata:Delhi Daredevils Cheerleaders perform during IPL -6 Match against KKR at Eden Garden in Kolkata on Wednesday.PTI Photo by Swapan Mahapatra(PTI4_3_2013_000139B)
3/10
4/10
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর চলতি সংস্করণে বলিউডের কোনও জনপ্রিয় গান শোনা যাবে না। কারণ, গায়কদের সংগঠনের অনুমতি ছাড়া কোনও গান বাজানো যাবেনা বলে বিসিসিআই ও সাত আইপিএল দলকে নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।
5/10
6/10
7/10
এই মামলার পরবর্তী শুনানি ১৯ তারিখ।
8/10
দ্য ইন্ডিয়ান সিঙ্গার্স রাইটস অ্যাসোসিয়েশন (ইসরা) আদালতে আবেদন করে জানায়, দিল্লি ডেয়ারডেভিলস ছাড়া অন্য কোনও দল বা বোর্ড যেন বলিউড গান বাজাতে না পারে
9/10
এর জেরে আদালত আইপিএল-এর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কোনও গান না বাজানোর নির্দেশ দেয়।
10/10
প্রসঙ্গত ইসরা-র সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লতা মঙ্গেশকর, অলকা যাগ্নিক, আশা ভোঁশলে, কৈলাশ খের।