কিছুদিন আগে অন্য কারণে খবরে আসেন মীরা। কুনাল রাওয়ালের ফ্যাশন শোয়ে তাঁকে দেখা যায় লেগিংস-টিশার্টে, ওপরে বোতাম খোলা শার্ট। সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়, শার্টটা তাঁর স্বামী শাহিদের কিনা।
2/13
এই ছবিতে দুজনেই পরে রয়েছেন ওই এক টি শার্ট। কী মনে হচ্ছে, কাকে বেশি ভাল মানিয়েছে? আপনিও কি শাহিদের সঙ্গে একমত?
3/13
4/13
মেয়ে মিশার জন্মের পর ডিনার ডেটে শাহিদ ও মীরা।
5/13
গত বছর তোলা হয় শ্রী ও শ্রীমতি কপূরের এই ছবি।
6/13
ফটোগ্রাফারদের অত্যন্ত প্রিয় জুটি শাহিদ কপূর ও মীরা রাজপুত। অল্পদিন আগে বাবা মা হয়েছেন তাঁরা।
7/13
মিশাকে কোলে নিয়ে শাহিদ।
8/13
সন্তান জন্মের অল্পদিন আগে শাহিদ-মীরার সেলফি।
9/13
ইনস্টাগ্রাম আর টুইটার ভরে যায় শাহিদ-মীরার এক ধরনের শার্ট পরা ছবিতে।
10/13
হাসপাতাল থেকে বাবার কোলে বাড়ি ফিরছে মিশা।
11/13
স্ত্রীকে নিয়ে মধ্যাহ্নভোজে ব্যস্ত শাহিদ।
12/13
সব জল্পনার অবসান ঘটান শাহিদ। স্ত্রীর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, হোয়েন দ্য ওয়াইফ ওয়্যারস ইট বেটার দ্যান ইউ।