এদিকে মোদী যখন নোট বাতিলের জেরে তৈরি হওয়া আর্থিক সঙ্কট মোকাবিলায় দেশবাসীকে পাশে থাকতে বলছেন, সেখানে তাঁর দলেরই মন্ত্রীর মেয়ের বিয়েতে এমন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
2/7
গত দুদিনে নাগপুরগামী কোনও বিমানে টিকিট পাননি সাধারণ যাত্রীরা। গড়কড়ীর তরফে অবশ্য দাবি করা হয়েছে, মোটেই ৫০টা নয়, মাত্র ১০টা বাড়তি বিমান নেমেছে নাগপুরে।
3/7
প্রধানমন্ত্রী বলছেন, বড়লোকের কালো টাকা উদ্ধার করে গরিবের কল্যাণ করবেন। গোটা দেশে নোটের আকালে নাকাল হচ্ছে মানুষ।
4/7
তখন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ীর মেয়ের বিয়ের আয়োজন দেখলে কিন্তু এমনটা বোঝার উপায় নেই।
5/7
সূত্রের দাবি, অতিথিদের ৫০টি চার্টার্ড বিমানে করে উড়িয়ে আনা হয়েছে নাগপুর। অতিথি সংখ্যা প্রায় দশ হাজার।
6/7
নাগপুরের ওয়ার্ধা রোডে রানি কোঠি-তে বিয়ের আসর বসেছিল। সেখানে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন অসংখ্য ভিভিআইপি।
7/7
রবিবাসরীয় সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি অমিত শাহ, মুকেশ অম্বানি, রতন টাটা, কুমারমঙ্গলম বিড়লার মতো শিল্পপতিরা। বাদ যাননি প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও।