ইয়ে মায়া চেসাভে, বানা কাথাড়ি, ডুকুড়ু ইত্যাদি সুপারহিট ছবির প্রধান ভূমিকায় দেখা গেছে তাঁকে। পেয়েছেন অজস্র পুরষ্কারও।
4/13
চৈতন্য এবং সামান্থা একসঙ্গে তিনটি ছবিতে অভিনয় করেছেন। বক্স অফিসে সাফল্য পায় সেই ছবিগুলি
5/13
তামিলনাড়ুতে বাবা প্রভু ও মা নিনেটে প্রভুর কাছেই কেটেছে তাঁর ছোটবেলা
6/13
২০১৫ সালে তিনি সম্পর্ক করে তোলেন তেলুগু সুপারস্টার নাগা চৈতন্যর সঙ্গে।
7/13
২০১৭ সালের ২৯ জানুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়। ২০১৭ সালের অক্টোবর ৭ এবং ৮ তারিখে তারা যথাক্রমে হিন্দু এবং খ্রিষ্টান ধর্মমতে বিয়ে করেন ভারতের গোয়ায়।
8/13
পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন সামান্তা। পরিবারের সঙ্গে এই ছবি নিজেই দীপাবলির সময় আপলোড করেন তিনি। পরিবার ছাড়াও তাঁর দুটি পোষ্য রয়েছে।
9/13
চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন সামান্থা
10/13
সামান্থা আক্কিনেনির অপর নাম সামান্তা রুথ প্রভু। তিনি একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি প্রধানত তেলুগু ও তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন
11/13
সামান্থা আক্কিনেনি খুব কম নায়িকাদের মধ্যে একজন যিনি শিল্পী রাজা রবি বর্মার ছবির নতুন অনুকরণ করার সুযোগ পেয়েছেন। একটি প্রোডেক্টে তিনি রাজা রবি বর্মার আঁকা একটি জনপ্রিয় ছবির আদলে পোশাক পড়েছিলেন। ছবিটি তুলেছিলেন জি ভেঙ্কট রাম। সামান্তার দিক থেকে চোখ ফেরানো যায় না এই ছবিটি দেখলে। অবিকল ছবির মতোই সুন্দর লাগছিল তাঁকে।
12/13
আজ তেলুগু ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা আক্কিনেনির জন্মদিন। এক ঝলকে দেখে নিন তাঁর রুপোলি পর্দা থেকে ব্যক্তিগত জীবন।
13/13
সামান্থার বেড়ে ওঠা চেন্নাইতে। ছেলেবেলাতেই মডেলিং পেশার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি।