২০১১-তে রকস্টার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নার্গিসের। এছাড়াও মাদ্রাজ ক্যাফে, ম্যায় তেরা হিরো-র মতো সিনেমাতেও দেখা গেছে ৩৬ বছরের এই অভিনেত্রীকে।
2/5
উদয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কারণে তিনি অবসাদে ভুগছেন বলে খবরে জানানো হয়েছে। তিনি আমেরিকাতেই নিজের পরিজনদের বৃত্তে থাকার সিদ্ধান্ত নিয়েছেন
3/5
খবরে আরও বলা হয়েছিল,হাউসফুল-৩-র প্রোমোশনের মাঝেই তিনি ভারত ছেড়ে নিউইয়র্কে চলে গিয়েছেন। সেখানেই পরিবারের লোকজনদের সঙ্গে থাকতে চান বলে দাবি করা হয়েছিল। কিন্তু ওই খবর গুজব বলে খারিজ করে দিলেন।
4/5
নার্গিসকে ইমরান হাসমির সঙ্গে আজহার ও হাউসফুল-৩ সিনেমায় দেখা গিয়েছিল। তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জল্পনা ছড়িয়েছে। আজহার ও হাউসফুল-৩-র প্রমোশনেও তাঁকে দেখা যায়নি।
5/5
জানা গেছে, আমেরিকায় বর্তমানে পরিবারের লোকজন ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন নার্গিস। কিন্তু সেই ছুটি কাটিয়ে তাঁর ভারতে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই খবর।