জীবজন্তুদের সঙ্গে জলকেলি করাই শখ মকসা বায়বি নামে এই মডেলের। এখন এই কাজে বেশ পাকাপোক্ত হয়ে উঠেছেন তিনি। বন্যপ্রাণীদের নিয়ে নির্ভয়ে জলের মধ্যে খেলে বেড়ান বায়বি। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এর সঙ্গে যুক্ত। বিশেষত মেয়ে বাঘ ও পুরুষ সিংহের মিলনে জন্ম হওয়া হাইব্রিড প্রজাতির লাইগারদের পোষ মানাতে তিনি অভিজ্ঞ।